Advertisement

Gangasagar Mela 2023: বাড়িতে বসেই পান গঙ্গাসাগরের প্রসাদ-গঙ্গাজল, জানুন খরচ-বুকিংয়ের পদ্ধতি

Gangasagar Mela 2023: রবিবার থেকে শুরু হয়ে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। পূর্ব ভারতের বৃহত্তম এবং দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ এই গঙ্গাসাগর মেলা। মাউসের এক ক্লিকেই গঙ্গাসাগরের পবিত্র জল, পুজোর মিষ্টি আর সিঁদুর পৌঁছে যাবে আপনার ঘরে। কীভাবে বুকিং, কত খরচ? জেনে নিন...

মাউসের এক ক্লিকেই গঙ্গাসাগরের পবিত্র জল, পুজোর মিষ্টি আর সিঁদুর পৌঁছে যাবে আপনার ঘরে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2023,
  • अपडेटेड 6:59 PM IST
  • রবিবার থেকে শুরু হয়ে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা।
  • র্ব ভারতের বৃহত্তম এবং দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ এই গঙ্গাসাগর মেলা।

Gangasagar Mela 2023, Online GangaJal-Prasad: রবিবার থেকে শুরু হয়েছে এ বছরের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023)। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে এখানে। গঙ্গাসাগর মেলা পূর্ব ভারতের বৃহত্তম এবং দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশে।

মাউসের এক ক্লিকেই গঙ্গাসাগরের পবিত্র জল, পুজোর মিষ্টি আর সিঁদুর পৌঁছে যাবে আপনার ঘরে। স্মার্টফোন থাকলেও গঙ্গাসাগরের তীর্থ সামগ্রী অর্ডার করতে পারবেন। ন্যূনতম খরচে ক্যুরিয়ার পরিষেবার মাধ্যমে গঙ্গাসাগর মেলার তীর্থ সামগ্রী প্যাক দিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, যা পাবেন বাড়িতে বসেই। বুকিং করার দিন সাতেকের মধ্যেই পাওয়া যাবে এই পরিষেবা।

আরও পড়ুন: কলকাতার কাছেই সপ্তাহান্তে ‘নীল-নির্জন’ ছুটির ঠিকানা মৌসুনি দ্বীপ

অনেকেরই এই সময় গঙ্গাসাগর যাওয়ার ইচ্ছে থাকে। তবে, দূরত্ব-ভিড় বা বয়সের কারণে অনেকেরই যাওয়া  হয়ে ওঠে না। তাদের জন্য এই ই-পরিষেবা একেবারে অমূল্য! বছর দুই আগে করোনার জন্য সংক্রমণ এড়াতে এই পরিষেবা চালু করা হয়।

ই-স্নান, তীর্থ সামগ্রীর বাক্সের খরচ কত?
ই-স্নান (Gangasagar E-Snan) পরিষেবার মাধ্যমে বাড়ি বসেই পেয়ে যাবেন গঙ্গাসাগরের জল-প্রসাদ। ই-স্নানে বুকিং করলে বাড়িতে পৌঁছে যাবে তীর্থ সামগ্রীর বাক্স যার মধ্যে পিতলের পাত্রে থাকবে গঙ্গাজল (Gangasagar Gangajal), প্রসাদী মিষ্টি, পবিত্র সিন্দুর আর একটি পুস্তিকা। এর জন্য বাক্স প্রতি খরচ পড়বে ৭৫০ টাকা।

ই-স্নান, তীর্থ সামগ্রীর বাক্সের বুকিং কীভাবে?
অনলাইনে ই-স্নান, তীর্থ সামগ্রীর বাক্স অর্ডার (Gangasagar E-Snan Booking) করা যাবে। এর জন্য https://www.gangasagar.in/en/esnan ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনার নাম-ঠিকানা-সহ যাবতীয় তথ্য জানিয়ে সাবমিট করে কতগুলি বাক্স চাই সেটা উল্লেখ করে দিতে হবে। দেশের যে কোনও প্রান্ত থেকেই এই ই-স্নান, তীর্থ সামগ্রীর বাক্স অর্ডার করা যেতে পারে। অর্ডার করার দিন পাঁচ-সাতেকের মধ্যেই তীর্থ সামগ্রীর বাক্স পেয়ে যাবেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement