Gold Price in Kolkata: সোনার দামে মুল্যবৃদ্ধি অব্যাহত। আজ, শুক্রবারও হলমার্ক ও পাকা সোনার মূল্যবৃদ্ধি হয়েছে। বৃহস্পতিবারই কলকাতায় পাকা সোনা ৭০ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। শুক্রবার তা পেরিয়ে ৭১ হাজারের পথে সোনা। হলমার্ক সোনাও ৬৭ হাজার ছাড়িয়েছে। ছোট স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় হাত।
কলকাতায় শুক্রবার সোনার দাম কত?
কলকাতায় আজ ১০ গ্রাম হলমার্ক গয়না সোনার দাম ৬৭,২০০ টাকা। খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম ৭০, ৬৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার বাট ৭০,৩০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি চার্জ।
লাফিয়ে বাড়ছে সোনার দাম
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ১০ গ্রাম হলমার্ক গয়না সোনার দাম ছিল ৬৬,৬৫০ টাকা। পাকা সোনা ছিল ৭০, ১০০ টাকা। সোনার বাট ৬৯, ৭৫০ টাকা। সঙ্গে জিএসটি চার্জ। একদিনের মধ্যে ৫৫০ টাকা বাড়ল।
সোনার মূল্যবৃদ্ধি জারি থাকবে। এমনকি গয়না সোনা ৭০ হাজারও ছাড়িয়ে পড়ছে। সামনে উৎসবের মরশুমে কেমন বিক্রি হবে তা নিয়ে ধন্দে স্বর্ণ ব্যবসায়ীরা। পয়লা বৈশাখের পরই আবার বিয়ের মরশুম শুরু। এই দামের ছ্যাঁকায় কীভাবে সোনা কিনবেন তা ভাবাচ্ছে আম জনতাকে।
সোনা কেনার আগে অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের হলমার্ক চিহ্ন দেখেই ক্রয় করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, নিয়ম ও প্রবিধানের অধীনে কাজ করে।