Advertisement

SSC CHSL 2020 Tier II Admit Card: SSC টিয়ার ২-এর অ্যাডমিট কার্ড, ডাউনলোড করুন এক ক্লিকে

আগামী ৯ জানুয়ারি হতে চলেছে SSC CHSL Tier 2 পরীক্ষা। অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর তাতে পরীক্ষা কেন্দ্র, শিফট এবং সময় দেখে নিন। এই অ্যাডমিট কার্ডটি নিয়েই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। সমস্ত করোনা বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

SSC CHSL Tier-2 Admit Card 2021
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Dec 2021,
  • अपडेटेड 5:21 PM IST
  • ৯ জানুয়ারি হতে চলেছে SSC CHSL Tier 2 পরীক্ষা
  • অ্যাডমিট কার্ড জারি ওয়েবসাইটে
  • অ্যাডমিট ছাড়া দেওয়া যাবে না পরীক্ষা

কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেবল টিয়ার ২ পরীক্ষার অ্যাডমিট কার্ড জারি করেছে স্টাফ সিলেকশান কমিশন (SSC)। যাঁরা টিয়ার ১ পাশ করেছেন তাঁরাই টিয়ার ২ দিতে পারবেন। চাকরিপ্রার্থীরা SSC-র রিজিওনাল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশান নম্বরের মাধ্যমে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। 

SSC CHSL Tier-2 Admit Card 2021 কীভাবে ডাউনলোড করবেন?
প্রথমে নিজের রিজিয়নের অফিসিয়াল ওয়েবসাইটে যান
এরপর হোমপেজে থাকা অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করুন
তারপর লগ ইন পেজে নিজের ক্রেডেনশিয়াল দিয়ে সাবমিট করুন 
এবার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পাবেন, সেটিকে ডাউনলোড করুন
সবশেষে অ্যাডমিট কার্ডটির একটি প্রিন্ট আউট নিয়ে নিন

আগামী ৯ জানুয়ারি হতে চলেছে SSC CHSL Tier 2 পরীক্ষা। অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর তাতে পরীক্ষা কেন্দ্র, শিফট এবং সময় দেখে নিন। এই অ্যাডমিট কার্ডটি নিয়েই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। সমস্ত করোনা বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এছাড়াও আরও কোনও তথ্য প্রয়োজন হলে চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement