Advertisement

GST Cut Price Drop: পুজোর আগে সুখবর! জিএসটি কমতেই দারুণ সস্তা শ্যাম্পু, সাবান থেকে টমেটো সস

GST কমেছে। দাম কমছে শ্যাম্পু, সাবান থেকে শুরু করে কফির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের। দেশের বৃহত্তম এফএমসিজি সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার (HUL) জানিয়েছে, তাদের একাধিক জনপ্রিয় প্রোডাক্টের দাম কমানো হচ্ছে।

জিএসটি কাটছাঁটের পর দাম কমছে একগুচ্ছ প্রোডাক্টের।জিএসটি কাটছাঁটের পর দাম কমছে একগুচ্ছ প্রোডাক্টের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 10:38 AM IST
  • GST কমেছে। দাম কমছে শ্যাম্পু, সাবান থেকে শুরু করে কফির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের।
  • হিন্দুস্তান ইউনিলিভার (HUL) জানিয়েছে, তাদের একাধিক জনপ্রিয় প্রোডাক্টের দাম কমানো হচ্ছে।
  • আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন রেট লাগু হবে।

GST কমেছে। দাম কমছে শ্যাম্পু, সাবান থেকে শুরু করে কফির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের। দেশের বৃহত্তম এফএমসিজি সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার (HUL) জানিয়েছে, তাদের একাধিক জনপ্রিয় প্রোডাক্টের দাম কমানো হচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন রেট লাগু হবে। খুব তাড়াতাড়িই দোকানে এই নতুন এমআরপিতে জিনিস কিনতে পারবেন। আরও পড়ুন: GST তো কমল, ১০, ২০ টাকার প্যাকেট কি এবার ৯, ১৮? বড় বড় কোম্পানি যা করছে

কোন কোন জিনিসের দাম কমল?(GST price cut)
নতুন তালিকা অনুযায়ী, ৩৪০ ml ডাভ শ্যাম্পুর দাম ৪৯০ টাকা থেকে কমে ৪৩৫ টাকা হচ্ছে। ২০০ গ্রাম হরলিক্স জারের দাম কমে ১৩০ টাকা থেকে ১১০ টাকা করা হচ্ছে।

কিষাণ জ্যামের ২০০ গ্রামের শিশি এখন ৮০ টাকায় পাওয়া যাবে, আগে ছিল ৯০ টাকা। ৭৫ গ্রাম লাইফবয় সাবান ৬৮ টাকা থেকে কমে ৬০ টাকা হচ্ছে। ক্লিনিক প্লাস শ্যাম্পু (৩৫৫ মিলি) ৩৯৩ টাকা থেকে কমে হচ্ছে ৩৪০ টাকা। সানসিল্ক ব্ল্যাক সাইন শ্যাম্পু ৪৩০ টাকা থেকে কমিয়ে ৩৭০ টাকা করা হচ্ছে।

লাক্স সাবান (৭৫g x 4) ৯৬ টাকা থেকে কমে হচ্ছে ৮৫ টাকা। ক্লোজআপ টুথপেস্ট (১৫০g) এখন ১৪৫ টাকার বদলে ১২৯ টাকায় পাবেন। ল্যাকমে ৯ টু ৫ কমপ্যাক্ট ৬৭৫ টাকা থেকে কমে হচ্ছে ৫৯৯ টাকা।

কিষাণ কেচাপ (৮৫০g)  ৯৩ টাকায় পাবেন। আগে ছিল ১০০ টাকা।

হরলিক্স উইমেন ৪০০g ৩২০ টাকা থেকে কমে হচ্ছে ২৮৪ টাকা। ব্রু কফি (৭৫g) ৩০০ টাকা থেকে কমে হচ্ছে ২৭০ টাকা।

নর টমেটো স্যুপ (৬৭g) ৬৫ টাকা থেকে নেমে হচ্ছে ৫৫ টাকা। হেলম্যান মায়োনিজ (২৫০g) ৯৯ টাকা থেকে কমে হচ্ছে ৯০ টাকা।

বুস্ট (২০০g) ১২৪ টাকা থেকে কমে হচ্ছে ১১০ টাকা।

জিএসটি স্ল্যাবে পরিবর্তন(GST slab change India)
সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি স্ল্যাবের ঘোষণা করেন। এতদিন জিএসটিতে চারটি স্ল্যাব ছিল, ৫%, ১২%, ১৮% এবং ২৮%। এবার তা কমে দাঁড়াচ্ছে মাত্র দু'টি স্ল্যাব: ৫% এবং ১৮%। এর ফলে খাবারদাবার থেকে শুরু করে শ্যাম্পু, টুথপেস্ট, সবেতেই কমছে দাম।

Advertisement

ফলে, এবার থেকে বাজারে গেলে সাবান থেকে কফি, হরলিক্স থেকে শ্যাম্পু, সবকিছুই আগের তুলনায় অনেকটা সস্তায় পাবেন। উৎসবের মরসুমে এটি নিঃসন্দেহে সুখবর, মত বাজার বিশেষজ্ঞদের।

Read more!
Advertisement
Advertisement