রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর সংখ্যা। কোন হাসাপাতালে গেলে বেড পাওয়া যাবে, তা নিয়ে বিপাকে পড়তে হয় রোগীকে বা তাঁর আত্মীয়-পরিজনদের। করোনা রোগীদের যাতে অসুবিধেয় পড়তে না হয়, সেজন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে।
কলকাতার কোন কোন বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা
কলকাতার সরকারি হাসপাতালগুলি ছাড়াও অনেক বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করা হয়। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে সেই হাসপাতালগুলি হল, আমরি হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, বেলভিউ হাসপাতাল, ভাগীরথী নেওটিয়া হাসপাতাল, কলকাতা হার্ট ক্লিনিক, চার্নক হাসপাতাল, সিএমআরআই, কলম্বো এশিয়া, ডিসান, ডিভাইন নার্সিং হোম, ইইডিএফ মেডিকেয়ার সেন্টার, ফোর্টিস হাসপাতাল, জেনেসিস হাসপাতাল, আইএলএস, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, মেডিকা, নারায়ণা, নাইটেঙ্গল, নর্থসিটি হাসপাতাল, পিয়ারলেস হাসপাতাল, আর এন টেগোর, রুবি জেনারেল হাসপাতাল ও উডল্যান্ডস হাসপাতাল।
কোন হাসপাতালে কত বেড জানবেন কীভাবে?
কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে কত সংখ্যক কোভিড বেড আছে তা জানার জন্য আপনাকে https://www.wbhealth.gov.in/- এই ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে দেখতে পাবেন, Corona COVID bed availability in Pvt. hospitals ও Corona COVID bed availability in Govt. hospitals- এই দুটি অপশন। আপনি যদি সরকারি হাসপাতালের তথ্য় পেতে চান তাহলে নির্দিষ্ট জায়গায় ক্লিক করুন। একটি নতুন পেজ খুলবে। সেখানে সার্চ অপশনে গিয়ে হাসপাতালের নাম লিখুন। তাহলেই বেড সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। একইভাবে তথ্য পাবেন বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও।
এছাড়াও রাজ্য সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরেও ফোন করতে পারেন। নম্বরগুলি হল-১৮০০৩১৩৪৪৪২২২, ০৩৩২৩৪১ ২৬০০, ০৩৩ ২৩৫৭/৩৬৩০/১০৮৩/১০৮৫।