Advertisement

লঞ্চ হল ICICI ব্যাঙ্কের iMobile Pay! পরিষেবা পাবেন যে কোনও ব্যাঙ্কের গ্রাহক!

নতুন 'IMobile Pay' অ্যাপের সাহায্যে যে কোনও ব্যাঙ্কের গ্রাহকই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে UPI আইডি তৈরি করতে পারেন এবং এর সঙ্গেই টাকা দেওয়া এবং কেনাকাটা অনায়াসেই করতে পারেন।

ICICI Bank Launches 'IMobile Pay'
সুদীপ দে
  • কলকাতা,
  • 07 Dec 2020,
  • अपडेटेड 9:12 PM IST
  • iMobile Pay লঞ্চ করল ICICI ব্যাঙ্ক!
  • এক অ্যাপেই মিলবে দেশের যে কোনও ব্যাঙ্কের পরিষেবা!
  • এই অ্যাপের সাহায্যে যে কোনও ব্যাঙ্কের গ্রাহকই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে UPI আইডি তৈরি করতে পারেন।

আজ ICICI ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, তাদের অত্যাধুনিক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ‘iMobile’ কে এমন একটা অ্যাপে পরিণত করা হয়েছে, যা যে কোনও ব্যাঙ্কের গ্রাহকদেরই পেমেন্ট ও ব্যাঙ্কিং পরিষেবা জোগাতে সক্ষম। নতুন 'IMobile Pay' অ্যাপের সাহায্যে যে কোনও ব্যাঙ্কের গ্রাহকই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে UPI আইডি তৈরি করতে পারেন এবং এর সঙ্গেই টাকা দেওয়া এবং কেনাকাটা অনায়াসেই করতে পারেন। এই অ্যাপের সাহায্যে গ্রাহকরা যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটে সহজেই টাকা পাঠাতে পারবেন।

জানেন আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম? জেনে নিন খুঁটিনাটি

বিল মেটানো, অনলাইন রিচার্জ করা, সেভিংস অ্যাকাউন্ট, লগ্নি, ধার নেওয়া, ক্রেডিট কার্ড, গিফট কার্ড, ট্র্যাভেল কার্ড এবং আরও অনেক তাৎক্ষণিক ব্যাঙ্কিং পরিষেবার সুবিধাও পাওয়া যাবে এই 'IMobile Pay' অ্যাপে। ‘iMobile Pay’ চালু করার জন্য দেশের যে কোনও ব্যাঙ্কের গ্রাহক অ্যাপটা ডাউনলোড করতে পারেন, তৎক্ষণাৎ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যুক্ত করতে পারেন এবং একটা UPI আইডি (যা স্রেফ তাঁর মোবাইল নম্বর; উদাহরণ xxxxxx1234.imb@icici) তৈরি করতে পারেন। তাহলেই উল্লেখিত সমস্ত সুযোগ সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক ‘iMobile Pay’-র মূল বৈশিষ্টগুলি সম্পর্কে।

কন্টাক্টলেস ডেবিট কার্ড আনল SBI! রয়েছে একাধিক সুযোগ-সুবিধা

‘iMobile Pay’-র মূল বৈশিষ্ট:
১) সবার জন্য উন্মুক্ত: ‘iMobile Pay’ অ্যাপ সমস্ত ব্যাঙ্কের গ্রাহকদের শ্রেষ্ঠ মানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত লেনদেনের অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ করে দেয়।

২) এটি পেমেন্ট অ্যাপের মতোই কাজ করে: গ্রাহকদের যে কোনও পেমেন্ট অ্যাপের QR কোড স্ক্যান করতে দেয় এবং যে কোনও UPI আইডিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা নিজের ব্যাঙ্কে টাকা পাঠাতে দেয়। ব্যবহারকারীরা এখানে বিনামূল্যে সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে পারেন।

Advertisement

৩) একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা দেয়: ব্যবহারকারীরা তাঁর একাধিক অ্যাকাউন্টের যে কোনও একটা ব্যবহার করেই ‘iMobile Pay’ অ্যাপ থেকে লেনদেন করতে পারেন। সেগুলি একটাই UPI আইডি থেকে হবে। সেই আইডি তৈরি হয় প্রথম অ্যাকাউন্টটা যুক্ত করার সময়েই।

ব্যাঙ্ক সূত্রে খবর, ‘iMobile Pay’ অ্যাপের আসন্ন আকর্ষণীয় ফিচারগুলির তালিকায় রয়েছে ইউটিলিটি বিল জমা দেওয়া, মোবাইল ফোন রিচার্জ করা, CIBIL স্কোর দেখা, ট্র্যাভেল টিকিট বুক করা, ট্র্যাভেল কার্ড ও গিফট কার্ড কেনা, এফডি, আরডি, মিউচুয়াল ফান্ড আর বীমায় লগ্নি করা-সহ একাধিক সুযোগ-সুবিধা। এই অ্যাপে ‘স্পেন্ডস ট্র্যাকার’ নামে একটা ফিচারও দেওয়া হবে, যেখানে সমস্ত খরচের সামগ্রিক হিসাব দেখা যাবে। সব লেনদেন নির্দিষ্ট বিভাগে ভাগ করা থাকবে, যাতে ব্যবহারকারীরা তাঁদের জমা টাকার দিকে লক্ষ্য রাখতে পারেন।

গুগল প্লে স্টোর থেকে ‘iMobile Pay’ অ্যাপটা ডাউনলোড করুন, খুলুন এবং চার অঙ্কের লগ-ইন পিন সেট আপ করুন। আঙুলের ছাপ ব্যবহার করে লগ ইন করার বিকল্পও আছে। দয়া করে মনে রাখুন, যে অ্যাপটা শীঘ্রই iOS ডিভাইসের জন্যেও পাওয়া যাবে। এই ‘iMobile Pay’ অ্যাপের সুবিধাগুলো সম্বন্ধে আরও জানতে ক্লিক করুন এই লিঙ্কে: https://www.icicibank.com/mobile-banking/imobile-pay.page। এই ‘iMobile Pay’ অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যান।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement