Advertisement

Indian Post Recruitment 2021 : Post Office-এ অনেক চাকরি, আবেদন শেষ তারিখ জানেন?

পোস্টাল অ্যাসিস্টান্ট/শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত চাকরি প্রার্থীদের বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। পোস্টম্যান পদে নির্বাচিতদের বেতন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা এবং এমটিএস পদে নির্বাচিতদের বেতন ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা হবে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • ঝাড়খন্ড,
  • 16 Nov 2021,
  • अपडेटेड 2:40 PM IST
  • ভারতীয় ডাকে চাকরি
  • নিয়োগ একাধিক পদে
  • সমস্ত খুঁটিনাটি জেনে নিন

ডাক বিভাগের (Indian Post) ঝাড়খন্ড সার্কেলের চিফ পোস্ট মাস্টারের তরফে পোস্টাল অ্যাাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং এমটিএস পদে আবেদন পত্র চাওয়া হয়েছে। ক্রীড়া বা স্পোর্টস কোটায় হবে নিয়োগ। ইন্ডিয়া পোস্টের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে পোস্টাল অ্যাসিস্টান্ট/শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ৬ জন, পোস্টম্যান পদে ৫ জন এবং মাল্টি-টাস্কিং পদে ৮ জনকে নিয়োগ করা হবে। 

পোস্টাল অ্যাসিস্টান্ট/শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত চাকরি প্রার্থীদের বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। পোস্টম্যান পদে নির্বাচিতদের বেতন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা এবং এমটিএস পদে নির্বাচিতদের বেতন ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা হবে। 

অ্যাসিস্টান্ট/শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টমাস্টার পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। আর যাঁরা এমটিএস পদে আবেদন করবেন তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে। তাছাড়া সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। 

ইচ্ছুক প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন পত্র সহায়ক পোস্টমাস্টার জেনারেল (স্টাফ) O/o চিফ পোস্টমাস্টার জেনারেল ঝাড়খন্ড সার্কেল, রাঁচি-৮৩৪০০২ ঠিকানায় পাঠাবেন। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২১। চাকরিপ্রার্থীরা আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই দেখে নিন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement