এবার থেকে আর ৪ মাস আগে দূরপাল্লার ট্রেনের বুকিং করা যাবে না। নতুন ঘোষণা করল ভারতীয় রেল। এতদিন ১২০ দিন আগে টিকিট কাটা যেত, এবার ৬০ দিন আগে থেকে টিকিট কাটা যাবে। তবে সব ট্রেনের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।
কবে রিজারভেশন হবে, টিকিট নিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হত। ভারতীয় রেল বিভ্রান্তি দূর করতে ১২০ দিনের পরিবর্তে এবার ৬০ দিনে রিজার্ভেশন চালু করেছে। আগে যাত্রীদের ট্রেনের রিজার্ভেশন করতে হলে ১২০ দিন আগে থেকে টিকিট কেটে রাখতে হত। তবে এত আগে যাত্রার পরিকল্পনা করতে অসুবিধায় পড়তে হত। সমস্যা দিন দিন বাড়ছিল, যে কারণে যাত্রীসুবিধায় রেলওয়ে ট্রেন যাত্রার জন্য অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ড (এআরপি) ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করেছে।
আাগমী ১ নভেম্বর ২০২৪ থেকে সংশোধিত নতুন রিজার্ভেশন কার্যকর হবে। সেই অনুযায়ী বুকিং করা হবে। তবে, ১২০ দিনের এআরপি-র অধীনে বুকিং তা ৩১ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে। ৬০ দিনের এআরপি-র বাইরে করা আগের বুকিং থাকলে তা বাতিল করা যাবে।
কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস ইত্যাদির মতো নির্দিষ্ট ট্রেন যেগুলি দিনের বেলায় চলে সেক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। এছাড়া ছোটো রুটের ট্রেন, সেগুলির নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। এ ছাড়াও বিদেশি পর্যটকদের জন্য ৩৬৫ দিনের সময়সীমার কোনও পরিবর্তন হবে না। যেখানে অগ্রিম সংরক্ষণের জন্য নিম্ন সময়সীমা বর্তমানে কার্যকর রয়েছে।
বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মতো আন্তর্জাতিক ট্রেনে বিদেশি পর্যটকদের ৩৬৫ দিনের বুকিংয়ের সময়সীমার ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।