Advertisement

Gold Scheme: মাত্র ১০ টাকায় সোনা, আশ্চর্য স্কিম আনল মুকেশ আম্বানির কোম্পানি

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরস। ধনতেরস মানেই সোনা কেনার দিন। এদিন সকাল থেকেই সোনার দোকানগুলিতে ভিড় লেগে থাকে। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। ধনতেরসে সোনা কেনার চল রয়েছে। অনেকেই এদিন সোনা কেনেন। তবে সোনার যা দাম, তা আকাশছোঁয়া। তাই ইচ্ছে থাকলেও অনেকেরই সাধ্যে কুলোয় না। তবে চিন্তা নেই। দারুণ এক স্কিম আনল মুকেশ অম্বানির সংস্থা জিও। মাত্র ১০ টাকায় সোনা কিনতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তো!

একেবারে সস্তায় সোনা।
Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Oct 2024,
  • अपडेटेड 12:02 PM IST
  • আজ দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরস।
  • ধনতেরস মানেই সোনা কেনার দিন।
  • মাত্র ১০ টাকায় সোনা কিনতে পারবেন।

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরস। ধনতেরস মানেই সোনা কেনার দিন। এদিন সকাল থেকেই সোনার দোকানগুলিতে ভিড় লেগে থাকে। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। ধনতেরসে সোনা কেনার চল রয়েছে। অনেকেই এদিন সোনা কেনেন। তবে সোনার যা দাম, তা আকাশছোঁয়া। তাই ইচ্ছে থাকলেও অনেকেরই সাধ্যে কুলোয় না। তবে চিন্তা নেই। দারুণ এক স্কিম আনল মুকেশ আম্বানির সংস্থা জিও। মাত্র ১০ টাকায় সোনা কিনতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তো!

নতুন স্কিম আনলেন মুকেশ অম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি নতুন এক স্কিম চালু করেছেন। তার নাম হল জিও ফিনান্স স্মার্টগোল্ড স্কিম (Jio Finance Smart Gold Scheme)। এই প্রকল্পে মাত্র ১০ টাকায় সোনা কেনা যাবে। কীভাবে?

এই প্রকল্পে গ্রাহকরা মাত্র ১০ টাকায় ডিজিটাল সোনা কিনতে পারবেন। দীপাবলির আগে ধনতেরসের দিন এই স্কিম চালু করেছে অম্বানির সংস্থা। স্মার্ট গোল্ড স্কিমে, ডিজিটাল গোল্ড কেনার মাধ্যমে করা বিনিয়োগও নগদ করা যেতে পারে। এই সোনার বিনিয়োগ থেকে প্রাপ্ত স্মার্ট গোল্ড ইউনিটগুলি যে কোনও সময় নগদ, সোনার কয়েন বা গয়নাতে রূপান্তরিত হতে পারে। মাত্র ১০ টাকা দিয়েই সোনার বিনিয়োগ শুরু করা যেতে পারে।

সোনা চুরির ভয় নেই

ডিজিটাল গোল্ড হওয়ায় এটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার কোনও সুযোগ নেই। এ জন্য  লকারও খুলতে হবে না। এটি একেবারে নিরাপদ। Jio Finance অ্যাপে সোনার লাইভ বাজার মূল্য দেখে যখন খুশি বিক্রি করাও যাবে।

জিও ফিনান্স অ্যাপে স্মার্টগোল্ড স্কিমে সোনায় বিনিয়োগ করার জন্য গ্রাহকদের দুটি অপশন দিয়েছে। প্রথমটি হল, মোট বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা যাবে। আর দ্বিতীয়টি হল, সোনার ওজন অনুযায়ী বিনিয়োগ করা যাবে। ভৌত সোনার ডেলিভারি শুধুমাত্র ০.৫ গ্রাম বা তার বেশি হলেই করা হবে। এটি ০.৫ গ্রাম, ১ গ্রাম, ২ গ্রাম, ৫ গ্রাম এবং ১০ গ্রাম মূল্যের মধ্যে পাওয়া যাবে। গ্রাহক চাইলে, তিনি Jio Finance অ্যাপে সরাসরি সোনার কয়েন কিনে হোম ডেলিভারির সুবিধাও পেতে পারেন।

Advertisement

কলকাতায় সোনার দাম কত? 

মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩৭৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৩১৫ টাকা। অর্থাৎ, সোনার দাম অনেকটা বাড়ল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮ হাজার ৪৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৯৮০  টাকা। ফলে সোনার দাম খানিকটা বাড়ল।

 কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭৩ হাজার ৭৫০ টাকা। গতকাল ছিল ৭২ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮০ হাজার ৪৫০ টাকা। গতকাল ছিল ৭৯ হাজার ৮০০ টাকা। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement