Advertisement

শীঘ্রই ৫ হাজার টাকারও কমে মিলবে Android স্মার্টফোন! সৌজন্যে Jio-Google

এ বার দেশের স্মার্টফোনের বাজার দখল করতেও তোড়জোড় শুরু করে দিয়েছে Reliance Jio। টেক জায়ান্ট Google-এর সঙ্গে হাত মিলিয়ে শীঘ্রই ভারতে সস্তায় 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করতে পারে Jio।

শীঘ্রই ৫ হাজার টাকারও কমে মিলবে Android স্মার্টফোন!
সুদীপ দে
  • কলকাতা,
  • 05 Dec 2020,
  • अपडेटेड 11:14 PM IST
  • এ বার দেশের স্মার্টফোনের বাজার দখল করতেও তোড়জোড় শুরু করে দিয়েছে Reliance Jio।
  • Google-এর সঙ্গে হাত মিলিয়ে শীঘ্রই ভারতে সস্তায় 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করতে পারে Jio।
  • Jio-র আসন্ন এই 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন সর্ম্পকে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

টেক জায়ান্ট Google-এর সঙ্গে হাত মিলিয়ে শীঘ্রই ভারতে সস্তায় 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করতে পারে Jio। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, Jio Google 4G ফোন ডিসেম্বরে আসছে না। 91mobiles-এর এই রিপোর্টে বলা হয়েছে, Jio Google 4G ফোন পরীক্ষার পর্যায়ে থাকার জন্য ডিসেম্বরে লঞ্চ হবে না। এটি বাজারে আসতে এখনও মাস তিনেক সময় লাগতে পারে। সুতারাং ২০২১ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত Jio Google 4G ফোনের জন্য অপেক্ষা করতেই হবে।

এবার শিডিউল করে রাখা যাবে Google Message! পাঠাবেন সময় বুঝে

চার বছর আগেই সস্তায় 4G ডেটা চালু করে দেশের টেলিকম দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল Jio। Jio-র পর বাকি সংস্থাগুলিও দেশের টেলিকম বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে সস্তায় 4G পরিষেবা দিতে বাধ্য হয়। এর পর 4G কানেক্টিভিটি-সহ Jio-র ফিচার ফোন, JioPhone বাজারে বেশ জনপ্রিয় হয়েছিল। এ বার দেশের স্মার্টফোনের বাজার দখল করতেও তোড়জোড় শুরু করে দিয়েছে Reliance Jio। জলের দরে প্রায় ১০ কোটি অ্যানড্রয়েড ফোন ভারতের বাজারে আনতে চলেছে Jio!

Netflix আজ রাত ১২টার পরে ফ্রি! কী ভাবে অ্যাকসেস করবেন? জানুন

91mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Jio 2G মুক্ত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে 4G স্মার্টফোনের দাম রাখতে পারে তিন থেকে চার হাজার টাকার মধ্যে। ফলে 2G ফিচার ফোন ব্যবহারকারীরাও সস্তায় 4G স্মার্টফোন হাতে পাওয়ার কথাই ভাববেন। আগামী দুই বছরের মধ্যে Reliance Jio প্রায় ২০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উৎপাদনের পরিকল্পনার দিকে এগোচ্ছে।

Jio-র আসন্ন এই 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন সর্ম্পকে এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে সস্তার অ্যান্ড্রয়েড ফোনগুলির মতো এই স্মার্টফোনটিও অ্যান্ড্রয়েড গো ভার্সনেই মিলতে পারে বলে মনে করা হচ্ছে। যেহেতু Qualcomm ইতিমধ্যে Reliance Jio প্ল্যাটফর্মে ৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তাই এই ফোনে Snapdragon চিপসেট থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement