ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুযোগ (Join Indian Navy 2021)। নৌবাহিনীতে ৩৫০টি ম্যাট্রিক পদে নাবিক নিয়োগ করা হবে। প্রার্থীদের আবেদনের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। সোমবার থেকেই করা যাচ্ছে আবেদন। শেষ তারিখ ২৩ জুলাই ২০২১।
যোগ্যতা ও বয়স
চাকরিপ্রার্থীর পড়াশোনা অবশ্যই ভারত সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে হবে। দেখা হবে দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের শতাংশের হার। কিছু ক্ষেত্রে কাট অফ মার্কসও থাকতে পারে। সেগুলি অবশ্য বিভিন্ন রাজ্যের নাগরিকদের জন্য পৃথক পৃথকভাবে ধার্য করা হয়েছে। প্রার্থীর জন্ম অবশ্যই ১ এপ্রিল ২০০১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৪ সালের মধ্যে হতে হবে।
কীভাবে হবে বাছাই?
প্রথমে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের শতাংশ দেখা হবে। তার ভিত্তিতে তৈরি হবে তালিকা। তারপর নেওয়া হবে লিখিত পরীক্ষা। জানা যাচ্ছে, প্রায় ১,৭৫০ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখানে যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের মেডিক্যাল টেস্ট হবে। আরও বিস্তারিত তথ্যর জন্য ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in-এ ভিজিট করুন।