Advertisement

LIC Jeevan Umang Policy: মাত্র ৪৪ টাকায় LIC বিমা, ম্যাচিওরিটি শেষে আমৃত্যু অর্থ আসবে অ্যাকাউন্টে

পলিসি করতে পারেন ৯০ দিন থেকে ৫৫ বছর বয়সীরা। ১০০ বছর পর্যন্ত জীবন বিমা কভার পাওয়া যায়। পলিসি ম্যাচিওর হওয়ার পর থোক টাকা চলে আসে পলিসিগ্রহীতার অ্যাকাউন্টে। আর পলিসিগ্রহীতার অকালমৃত্যু হলে পুরো টাকা পেয়ে যান তাঁর মনোনীত ব্যক্তি বা নমিনি। 

এলআইসি জীবন উমঙ্গ পলিসি।এলআইসি জীবন উমঙ্গ পলিসি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2022,
  • अपडेटेड 11:21 AM IST
  • ১০০ বছর ধরে পাবেন টাকা।
  • কর ছাড়ের সুবিধাও রয়েছে।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নানাবিধ পলিসি রয়েছে দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC)। LIC পলিসিতে বিনিয়োগ করলে ভবিষ্যতে রিটার্ন পাওয়া যায়। সেই সঙ্গে নিজের অবর্তমানে পরিবারকে আর্থিক সুরক্ষাও দিতে পারেন ব্যক্তি। LIC-এর এমনই একটি পলিসি জীবন উমঙ্গ। যাতে বিনিয়োগ করে আপনি আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। জীবন উমঙ্গ পলিসি একটি এনডাউমেন্ট প্ল্যান। 

জীবন উমঙ্গ পলিসি করতে পারেন ৯০ দিন থেকে ৫৫ বছর বয়সীরা। ১০০ বছর পর্যন্ত জীবন বিমা কভার পাওয়া যায়। পলিসি ম্যাচিওর হওয়ার পর থোক টাকা চলে আসে পলিসিগ্রহীতার অ্যাকাউন্টে। আর পলিসিগ্রহীতার অকালমৃত্যু হলে পুরো টাকা পেয়ে যান তাঁর মনোনীত ব্যক্তি বা নমিনি। 

২৭.৬০ লক্ষ টাকার সুবিধা

আরও পড়ুন

এই পলিসিতে প্রতি মাসে ১,৩২০ টাকা প্রিমিয়াম দিলে আপনি প্রায় ২৮ লক্ষ টাকা পাবেন। ১৩২৯ টাকার প্রিমিয়াম হলে পলিসিগ্রহীতার বার্ষিক জমার পরিমাণ হবে ১৫,৮৪০ টাকা। সেক্ষেত্রে প্রতিদিন গড়ে পড়ছে মাত্র ৪৪ টাকা। 

১০০ বছরের জন্য উপলব্ধ 

এই পলিসি ৩০ বছরের জন্য চালালে প্রিমিয়াম দিতে হবে প্রায় ৪,৭৫,২০০ লক্ষ টাকা। বিনিয়োগের ৩১ তম বছর থেকে প্রতি বছর LIC আপনাকে ৪০ হাজার টাকা রিটার্ন দেবে। এভাবে বিনিয়োগের ৩১ তম বছর থেকে ১০০ বছর বয়স পর্যন্ত প্রতি বছর ৪০ হাজার টাকা রিটার্ন নিতে থাকেন, সেই হিসাবে পাবেন প্রায় ২৭.৬০ লক্ষ টাকা।

কর ছাড় 

এই পলিসিতে ১৫,২০, ২৫ বা ৩০ বছরের জন্য বিনিয়োগ করা যায়৷ পলিসি ম্যাচিওর হওয়ার পরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে জমা হবে। পলিসিগ্রহীতার যদি দুর্ঘটনার কারণে মারা যান বা অক্ষম হয়ে পড়েন তাহলে তিনি UMANG পলিসির অধীনে টার্ম রাইডারের সুবিধাও পান। আয়করের ধারা ৮০সি-র অধীনে কর ছাড়ও পাওয়া যায়। জীবন উমঙ্গ পলিসির ক্ষেত্রে ন্যূনতম ২ লক্ষ টাকার বিমা করাতে হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement