Advertisement

Mamata To Give Rewards: 'দুয়ারে গোলমাল'! খবর-ছবি পাঠান পুলিশকে, পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী

রাজ্য়ের নাগরিকদের জন্য পুরস্কার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানে হিংসার মোকাবিলায়।

মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি।
Aajtak Bangla
  • শিলিগুড়ি ,
  • 27 Mar 2022,
  • अपडेटेड 1:23 AM IST
  • গোলমালের খবর থানায় দিন।
  • জিতুন পুরস্কার।
  • শিলিগুড়িতে ঘোষণা মমতার।

 রাজ্যে গোলমাল রুখতে সাধারণ মানুষকে এগিয়ে আসার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বগটুইয়ের মতো ঘটনা রুখতে সাধারণ মানুষকে সজাগ করলেন। তিনি জানান, কোথাও কোনও ঘটনা ঘটার আশঙ্কা বা ঘটে থাকলে নিকটবর্তী থানায় খবর দিন। ছবি তুলে পাঠান। সেই ব্যক্তিকে পুরস্কৃত করবে রাজ্য সরকার। 

রামপুরহাটের হিংসার মতো ঘটনার মোকাবিলায় রেলমন্ত্রী থাকাকালীন তাঁর অভিজ্ঞতাকে পাথেয় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির সভায় তিনি স্মরণ করিয়ে দেন,'আমি যখন রেলমন্ত্রী ছিলাম রোজ রেলের লাইন কেটে রেখে দিত। আরশোলা খুঁজে বের করত। এখন আরশোলা কোথায় গেল? আমি তখন একটা কথা বলেছিলাম,গ্রাম ও শহরের ছেলেমেয়েরা নজর রাখুন রেলের লাইনে। সঙ্গে সঙ্গে খবর দেবেন। আপনাকে পুরস্কৃত করা হবে। রেল থেকে চাকরিও দেওয়া হবে। দিয়েওছিলাম অনেককে।'

সেই অভিজ্ঞতাই এবার রাজ্যের অশান্তি রুখতে হাতিয়ার করছেন মমতা। তাঁর কথায়,'কারও কাছে খবর থাকে যে এই জায়গায় গোলমাল হতে পারে, হিংসা হতে পারে, স্থানীয় থানায় জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করবে রাজ্য সরকার। সবার হাতে মোবাইল থাকে। ছবি তুলে রাখবেন। ধরিয়ে দেবেন। সাংবাদিকদেরও অনুরোধ করব। দরকার হলে আমায় ছবি পাঠান। সরকারের তরফে পুরস্কৃত করা হবে।'

আরও পড়ুন

'দিদিকে বলো' কর্মসূচি ফের চালু করার কথা জানান মমতা। তিনি বলেন,'২ মাস সময় নেব। কারওর বিরুদ্ধে খুনখারাপি ও দুর্নীতির অভিযোগ থাকলে দিদিকে বলোর মতো ব্যবস্থা আনব। পরে কর্মসূচির নাম বলব।' 
 
বগটুই-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। নন্দীগ্রাম গণহত্য়া, সিঙ্গুরে তাপসী মালিকের হত্যায় সিবিআই কী করেছে সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'নোবেল চুরি থেকে শুরু করে নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুরে তাপসী মালিক হত্যার আজ পর্যন্ত বিচার হয়নি।'  সেই সঙ্গে হুঁশিয়ারি দেন,বিজেপির কথায় সিবিআই কাজ করলে রাস্তায় আন্দোলনে নামব।      
 

 

Read more!
Advertisement
Advertisement