Advertisement

PAN Aadhaar Link : ১০ হাজার টাকা জরিমানা বাঁচাতে চাইলে ৩১ মার্চের মধ্যে অবশ্যই সেরে নিন এই কাজ

আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী প্যানকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২২। আর সেটি অবশ্যই করতে হবে। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে এটি না করেন তবে দিতে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Mar 2022,
  • अपडेटेड 11:50 PM IST
  • ৩১ মার্চ প্যান আধার লিঙ্কের শেষ দিন
  • তার মধ্যে লিঙ্ক না হলে হতে পারে জরিমানা
  • নিয়ম আয়কর দফতরের

অর্থবর্ষের শেষ মাসে যদি ১০ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হতে না চান তাহলে ৩১ মার্চ ২০২২-এর আগে অবশ্যই একটি কাজ করে নিন। সেটি হল প্যান ও আধার কার্ডের লিঙ্ক (PAN Aadhaar Link)। 

দিতে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা
আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী প্যানকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২২। আর সেটি অবশ্যই করতে হবে। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে এটি না করেন তবে দিতে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা। 

কীভাবে লিঙ্ক করাবেন আধার ও প্যান?
যদি এখনও আধার ও প্যান লিঙ্ক  (How To Link Pan Aadhaar) করা না থাকে তাহলে নিম্নলিখিত স্টেপসগুলি ফলো করে সেটি করে নিতে পারেন। 

প্রথম ধাপ - প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal-এ যান।
দ্বিতীয় ধাপ - সেখানে বাম দিকে 'Link Aadhaar' ট্যাব দেখতে পাবেন, তাতে ক্লিপ করুন।
তৃতীয় ধাপ - সেখানে প্যান কার্ড নম্বর, আবার কার্ড নম্বর ও মোবাইল নম্বর চাওয়া হবে। 
চতুর্থ ধাপ - ডিটেলস পূরণের পর আপনার কাছে OTP আসবে। সেটি দিয়ে সাবমিট করলেই আধার ও প্যান লিঙ্কের কনফারমেশন চলে আসবে। 
পঞ্চম ধাপ - যদি প্যান কার্ড এবং আধার ইতিমধ্যেই লিঙ্ক করা থাকে, তাহলে কনফারমেশন দেখাবে। 

এছাড়া এসএমএস-এর মাধ্যমও আধার ও প্যান লিঙ্ক করা যায়। তার জন্য ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে SMS করতে হবে। এর মধ্যে কোনও একটি নম্বরে  UIDPAN ফর্ম্যাটে এসএমএস করতে হবে। 

আরও পড়ুনকবে বেরোবে RRB NTPC-র রিভাইসড রেজাল্ট? দেখুন নোটিশ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement