Advertisement

PAN Aadhaar Link New Update: প্যান ও আধার লিঙ্কের নিয়মে বড় আপডেট, ১০০০ টাকা ফাইন দেওয়ার আগে অবশই জানুন

প্যান-আধার লিঙ্ক করতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে। এই জরিমানা দেওয়ার সময় অবশ্যই অ্যাসেসমেন্ট ইয়ার (AY) বা মূল্যায়ন বছর নির্বাচন করতে হয়। ওই জায়গায় নতুন করে একটি অপশন দিয়েছে আয়কর বিভাগ।

প্যান ও আধার লিঙ্কের নিয়মে বড় আপডেট
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 15 Apr 2023,
  • अपडेटेड 10:52 AM IST
  • লতি বছরের ৩০ জুন পর্যন্ত আধার ও প্যান কার্ড লিঙ্ক করা যাবে
  • প্যান-আধার লিঙ্ক করতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে

প্যান এবং আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করার সময়সীমা বাড়িয়েছে সরকার। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আধার ও প্যান কার্ড লিঙ্ক করা যাবে। এই সময়ের মধ্যে যদি আধার কার্ড ও PAN লিঙ্ক করা না হয়, তাহলে আপনার PAN কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এটা দিয়ে কোনও কাজ হবে না। তবে ৩১ মার্চের পর প্যান-আধার লিঙ্ক করার নিয়মে একটু পরিবর্তন (PAN Aadhaar Link New Update) আনা হয়েছে।

প্যান-আধার লিঙ্ক করতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে। এই জরিমানা দেওয়ার সময় অবশ্যই অ্যাসেসমেন্ট ইয়ার (AY) বা মূল্যায়ন বছর নির্বাচন করতে হয়। ওই জায়গায় নতুন করে একটি অপশন দিয়েছে আয়কর বিভাগ। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার (AY) বা মূল্যায়ন বছর আপডেট করতে হবে। এরপরেই জরিমানার টাকা জমা দিন।

কী পরিবর্তন

আয়কর বিভাগ এখন AY নির্বাচন করার অপশন পরিবর্তন করেছে। ১০০০ টাকার লেট ফি জমার জন্য এখন আপনাকে AY 24-25 ও Other Receipts  (500) অপশন নির্বাচন করতে হবে। ঠিক যেমন ৩১ মার্চের আগের সময়সীমার আগে আপনাকে AY 23-24 অপশন বেছে নিতে হচ্ছিল।

আরও পড়ুন: Indian Railways News: এই যাত্রীদের জন্য ট্রেনে এবার সংরক্ষিত থাকবে আসন, বড় ঘোষণা রেলের

প্যান-আধার লিঙ্কিংয়ের জন্য কীভাবে জরিমানা দিতে হবে?

  • আয়কর ই-ফাইলিং পোর্টাল  ‘https://www.incometax.gov.in/iec/foportal/’-এর হোম পেজে যান এবং Quick Links বিভাগে Link Aadhaar-এ ক্লিক করুন।
  • আপনার PAN এবং আধার নম্বর লিখুন।
  • তারপর ই-পে ট্যাক্সে ক্লিক করুন।
  • PAN বিবরণ লিখুন। আপনার মোবাইলে একটি OTP আসবে।
  • OTP যাচাই করার পরে, আপনাকে ই-পে ট্যাক্স পে পেজে আবারও নিয়ে যাওয়া হবে।
  • এর পর ইনকাম ট্যাক্স টাইলে ক্লিক করুন।
  • মূল্যায়ন বছর এবং অর্থ প্রদান নির্বাচন করুন।
  • জরিমানা পরিমাণ ইতিমধ্যে এখানে প্রবেশ করা হবে। এখানে আপনার চালান তৈরি হবে। এখন আপনাকে অর্থপ্রদানের মোড নির্বাচন করতে হবে এবং ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে অর্থপ্রদান করতে হবে।

কীভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করবেন (How to link PAN with Aadhaar) ?

Advertisement
  • আয়করের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ লগ ইন করুন।
  •  Quick Links বিভাগে যান এবং Link Aadhaar-এ ক্লিক করুন। 
  • আপনার স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে। এখানে আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখুন। 
  • 'I validate my Aadhaar details' বিকল্পটি নির্বাচন করুন। 
  • আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে। এটি দিয়ে তারপর 'Validate' এ ক্লিক করুন। 
  • জরিমানা দেওয়ার পরে আপনার PAN ও আধার সঙ্গে লিঙ্ক করা হবে।

এসএমএসের মাধ্যমে: 

  • টাইপ করুন ‘UIDPAN ’
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে 56161 বা 567678 নম্বরে এই SMS পাঠান৷

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement