Advertisement

Petrol Diesel Today Price : আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের দাম কত?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপরে নির্ভর করে জ্বালানির দৈনন্দিন মূল্য। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম প্রতিদিন সকালে বিভিন্ন শহরের পেট্রোল-ডিজেলের দামের তথ্য আপডেট করে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2022,
  • अपडेटेड 8:38 AM IST
  • আড়াই মাস ধরে অপরিবর্তিত জ্বালানির দাম
  • আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.৬৭ টাকা
  • ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৭৯ টাকা

পেট্রোল ডিজেলের বৃহস্পতিবারের (Petrol Diesel Today Price) দাম জারি করল তেল সংস্থাগুলি। এদিনও তেলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। গত আড়াই মাস ধরেই অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম। এদিন শহর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.৬৭ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৯.৭৯ টাকা।

একনজরে দেখে নেওয়া যাক দেশের আরও ৩ প্রধান শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম
শহর    পেট্রোল    ডিজেল
দিল্লি     ৯৫.৪১       ৮৬.৬৭
মুম্বই     ১০৯.৯৮    ৯৪.১৪
চেন্নাই   ১০১.৪০     ৯১.৪৩

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপরে নির্ভর করে জ্বালানির দৈনন্দিন মূল্য। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম প্রতিদিন সকালে বিভিন্ন শহরের পেট্রোল-ডিজেলের দামের তথ্য আপডেট করে। 

এক্ষেত্রে একটি এসএমএস-এর মাধ্যমেই নিজের শহরে পেট্রোল-ডিজেলের দাম জানতে পারবেন ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা। তার জন্য গ্রাহকদের আরএসপি কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে পাঠাতে হবে। নিজের শহরের আরএসপি কোড জানতে ক্লিক করুন এইখানে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement