Advertisement

Petrol Diesel Price Hike : বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম, আজ কলকাতায় কত?

দেশের তেল সংস্থাগুলি বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) নয়া দাম ঘোষণা করেছে। এদিনও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ শহর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে হল ১০৩.৯৪ টাকা, এবং ডিজেলের লিটার প্রতি দাম ৩৫ পয়সা বেড়ে হল ৯৪.৮৮ টাকা। এবার একনজরে দেখে নেওয়া যাক দেশের বাকি ৩ প্রধান শহরে জ্বালানির দাম। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Oct 2021,
  • अपडेटेड 11:37 AM IST
  • জ্বালানির মূল্যবৃদ্ধি জারি
  • কলকাতায় লিটারে পেট্রোল বাড়ল ২৯ পয়সা
  • ডিজেলের দাম বাড়ল ৩৫ পয়সা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বৃদ্ধি জারি। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারতে। দেশে জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ। বেশিরভাগ শহরেই লিটার প্রতি ১০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল। এর মধ্যে চলতি মাসে তেলের (Petrol-Diesel Price Hike) মূল্যবৃদ্ধি যেন থামতেই চাইছে না। 

কলকাতায় জ্বালানির দাম কত?

দেশের তেল সংস্থাগুলি বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) নয়া দাম ঘোষণা করেছে। এদিনও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ শহর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে হল ১০৩.৯৪ টাকা, এবং ডিজেলের লিটার প্রতি দাম ৩৫ পয়সা বেড়ে হল ৯৪.৮৮ টাকা। এবার একনজরে দেখে নেওয়া যাক দেশের বাকি ৩ প্রধান শহরে জ্বালানির দাম। 

শহর    পেট্রোল    ডিজেল
দিল্লি      ১০৩.২৪    ৯১.৭৭
মুম্বই      ১০৯.২৫    ৯৯.৫৫
চেন্নাই    ১০০.৭৫     ৯৬.২৬

প্রসঙ্গত চলতি মাসে শুধুমাত্র ৪ তারিখ ছাড়া রোজই বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের মূল্য। তার প্রেক্ষিতেই প্রতিদিন ধার্য করা করা হয় জ্বালানির দাম। নিজের শহরে জ্বালানির দাম কত, তা একটি এসএমএস-এর মাধ্যমেই জানা যায়। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা নিজের শহরের আরএসপি কোড লিখে 9224992249 নম্বরে এসএমএস করলে তেলের মূল্য জানতে পারবেন। নিজের শহরের আরএসপি কোড জানতে এখানে ক্লিক করুন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement