Advertisement

PM Kisan Status Checking: পিএম কিষাণের টাকা দিলেন মোদী, আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? এভাবে চেক করুন

PM Kisan Status: বারাণসী থেকে পিএম-কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি লঞ্চ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর অধীনে ২০,০০০ কোটি টাকা লঞ্চ করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বারাণসীতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭ তম কিস্তির অধীনে এই টাকা লঞ্চ করলেন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা এসেছে? এভাবে স্ট্য়াটাস চেক করুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2024,
  • अपडेटेड 6:35 PM IST
  • বারাণসী থেকে পিএম-কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি লঞ্চ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  •  এর অধীনে ২০,০০০ কোটি টাকা লঞ্চ করলেন তিনি।
  • তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এটাই প্রথম পিএম কিষাণের কিস্তি।

PM Kisan Status: বারাণসী থেকে পিএম-কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি লঞ্চ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর অধীনে ২০,০০০ কোটি টাকা লঞ্চ করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বারাণসীতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭ তম কিস্তির অধীনে এই টাকা লঞ্চ করলেন। 

PM Kisan-এর স্টেটাস চেক করবেন কীভাবে?(How to Check PM Kishan Status)

1. পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এ যান।
2. এর পরে 'Know Your Status'-এ ক্লিক করুন।
3. সমস্ত বক্সে তথ্য় দিন।
4. এর পরে স্ক্রিনে দেখানো ক্যাপচাটা লিখুন।
5. এরপর সাবমিট ও গেট ডেটাতে ক্লিক করুন।
6. স্ক্রিনে স্টেটাস এসে যাবে।

এছাড়া আপনার অ্যাকাউন্টে টাকা আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS এসে যাওয়ার কথা।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, 'পিএম-কিষান প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৩ লক্ষ কোটি টাকারও বেশি অঙ্ক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।'

'আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৯.২৫ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিঙ্গেল ক্লিকে ২০,০০০ কোটি টাকা ট্রান্সফার করবেন। এখনও পর্যন্ত প্রায় ৩.২৪ লক্ষ কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে,' বলেন তিনি।

১ ফেব্রুয়ারি ২০১৯-এ পিএম কৃষক সম্মান নিধি শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে কৃষকদের প্রতি বছর তিন কিস্তিতে ২ হাজার টাকা করে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াইসি আবশ্যিক করেছে কেন্দ্রীয় সরকার। 

টাকা না ঢুকলে কী করবেন

হেল্পলাইন নম্বর 0120-6025109, 011-24300606 -এ কল করতে পারেন। আপনি PM Kisan Helpline Number: 155261 -এ কল করতে পারেন। ল্যান্ডলাইন নম্বর 011-23381092, 23382401 নম্বরে কল করেও সাহায্য নিতে পারেন।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement