Advertisement

Post Office Saving Schemes : মাত্র ২০০ টাকা বিনিয়োগে পান ৩২ লাখ, পোস্ট অফিসের এই স্কিম খুলে দেবে ভাগ্য

আপনি যদি প্রতি মাসে ৬ হাজার টাকা করে সঞ্চয় করেন, তাহলে সেটি পিপিএফ-এ বিনিয়োগ করতে পারেন। ২০ বছর একটানা সঞ্চয় করলে পাবেন ৩১,৯৫,৯৮৪ টাকা, বা প্রায় ৩২ লক্ষ টাকা। সুদের হার পরিবর্তনের কারণে পরিপক্কতার উপর প্রাপ্ত পরিমাণও পরিবর্তিত হতে পারে। এর মধ্যে বার্ষিক চক্রবৃদ্ধি রয়েছে। সরকার প্রতি ত্রৈমাসিকে এর সুদ পর্যালোচনা করে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Apr 2023,
  • अपडेटेड 4:31 PM IST
  • পোস্ট অফিসের দারুণ স্কিম
  • বিনিয়োগ করে দেখতে পারেন
  • মিলবে বড় রিটার্ন

ভবিষ্যতের জন্য সঞ্চয় প্রত্যেক মানুষের করা প্রয়োজন। ছোট সঞ্চয় করেও বড় স্বপ্ন পূরণ করতে পারেন। সঠিক সময়ে সঠিক উপায়ে সঞ্চয় করা প্রয়োজন। এর জন্য, পোস্ট অফিস একটি দুর্দান্ত বিকল্প হতে পারে (Post Office Saving Schemes)। যদি দৈনিক মাত্র ২০০ টাকা জমা করেন, তাহলে প্রতি মাসে তা হয় ৬ হাজার টাকা। এই সঞ্চয়ই রূপান্তরিত হতে পারে ১ কোটি টাকায়। বিষয় শুনে প্রাথমিকভাবে অবাক লাগলেও এটাই বাস্তব। প্রতি বছর চক্রবৃদ্ধি হারে ৭.১% হারে সুদ পাওয়া যাচ্ছে এবং এর থেকে আপনি কোটিপতি হওয়ার যাত্রা শুরু করতে পারেন। এবার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট খুলুন
আপনি মাত্র ৫০০ টাকা দিয়ে পোস্ট অফিসে একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PPF Account) খুলতে পারেন। এর মাধ্যমে আপনি বার্ষিক ১.৫০ লক্ষ টাকা সেভিংস করতে পারবেন। এতে বিনিয়োগকারীরা কর ছাড়ও পান। পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর। ম্যাচিউরিটির পর এটি ৫ বছর করে বাড়ানো যেতে পারে। 

ক্ষুদ্র সঞ্চয়ে আরও ফান্ড
আপনি যদি প্রতি মাসে ৬ হাজার টাকা করে সঞ্চয় করেন, তাহলে সেটি পিপিএফ-এ বিনিয়োগ করতে পারেন। ২০ বছর একটানা সঞ্চয় করলে পাবেন ৩১,৯৫,৯৮৪ টাকা, বা প্রায় ৩২ লক্ষ টাকা। সুদের হার পরিবর্তনের কারণে পরিপক্কতার উপর প্রাপ্ত পরিমাণও পরিবর্তিত হতে পারে। এর মধ্যে বার্ষিক চক্রবৃদ্ধি রয়েছে। সরকার প্রতি ত্রৈমাসিকে এর সুদ পর্যালোচনা করে।

আরও পড়ুন

ধরা যাক আপনি ২৫ বছর বয়স থেকে প্রতিদিন ২০০ টাকা করে পিপিএফ-এ সঞ্চয় শুরু করলেন। তাহলে ৪৫ বছর বয়সে গিয়ে একটি বড় রিটার্ন পাবেন। কারণ এই ৩২ লক্ষ টাকা বার্ধক্যে আপনার প্রচুর কাজে লাগবে। আপনার বার্ধক্য আর্থিক দিক থেকে অনেকটাই নিশ্চিত হবে।

এভাবে হতে পারেন কোটিপতি 
পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর। এতে, বিনিয়োগকারী প্রতি মাসে সর্বোচ্চ ১২,৫০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এইভাবে, আপনি এক বছরে ১.৫ লক্ষ টাকা জমা করতে পারেন। এর উপর ৭.১ শতাংশ বার্ষিক সুদের হার অনুসারে, বিনিয়োগকারী তার মেয়াদপূর্তিতে ৪০,৬৮,২০৯ টাকা পাবেন। এর পরেও আপনি চাইলে এটি ৫ বছর করে বাড়াতে পারেন। এইভাবে ২৫ বছর অর্থ বিনিয়োগ করতে হবে। যার জেরে আপনি এই বিপুল পরিমাণের উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের থেকে ১.০৩ কোটি টাকা রিটার্ন পেতে পারেন। এই ধরনের স্কিমে বিনিয়োগ করে, আপনি ২৫ বছর পর ম্যাচিরিটিতে ১.০৩ কোটি টাকা পাবেন। এতে আপনার মোট বিনিয়োগ হবে ৩৭,৫০,০০০ টাকা। আর আপনি  সুদ পাবেন ৬৫,৫৮,০১৫ টাকা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement