Advertisement

Post Office Small Savings Scheme : ১০ হাজার করে বিনিয়োগে ১৬ লক্ষ টাকা রিটার্ন, পোস্ট অফিসের ধামাকা স্কিম

রেকারিং ডিপোজিট পোস্ট অফিসের স্মল সেভিং স্কিম (Post Office Small Savings Scheme)। এই স্কিমে বর্তমানে ৫.৮০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ২০২০ সাল থেকেই এই সুদের হার জারি রয়েছে। নিজের সুবিধা মতো এখানে এক বছর, দু বছর বা তারও বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে প্রতি ৩ মাসে সুদ দেওয়া হয়। প্রতি ৩ মাসে চক্রবৃদ্ধি হারে সুদ অ্যাকাউন্টে জমা হয়। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Dec 2022,
  • अपडेटेड 3:52 PM IST
  • পোস্ট অফিসে করা যায় বিনিয়োগ
  • রয়েছে প্রচুর স্কিম
  • জেনে নিন তারমধ্যে একটি

যদি কোনও সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিসের সেভিংস স্কিমকে বেছে নিতে পারেন। কারণ পোস্ট অফিসের সেভিংস স্কিমকে সুরক্ষিত বলে মনে করা হয়। তাই অনেকেই পোস্ট অফিসের স্কিমগুলিতে বিনিয়োগ করেন। পোস্ট অফিসের অনেক স্কিম মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। তারমধ্যেই একটি হল রেকারিং ডিপোজিট প্ল্যান (Post Office Recurring Deposit Plans)। ১০০ টাকা দিয়েই এর সূচনা করা যেতে পারে। 

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প
রেকারিং ডিপোজিট পোস্ট অফিসের স্মল সেভিং স্কিম (Post Office Small Savings Scheme)। এই স্কিমে বর্তমানে ৫.৮০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ২০২০ সাল থেকেই এই সুদের হার জারি রয়েছে। নিজের সুবিধা মতো এখানে এক বছর, দু বছর বা তারও বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে প্রতি ৩ মাসে সুদ দেওয়া হয়। প্রতি ৩ মাসে চক্রবৃদ্ধি হারে সুদ অ্যাকাউন্টে জমা হয়। 

এই স্কিমে যদি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ১০ বছর পর ১৬ লক্ষ টাকারও বেশি রিটার্ন পাবেন। কারণ মাসে ১০ হাজার মানে বছরে ১ লক্ষ ২০ হাজার। এভাবে একটানা ১০ বছর বিনিয়োগ করে যেতে হবে। তাতে আপনার বিনিয়োগের পরিমান হবে ১২ লক্ষ টাকা। আর তাতে সুদের পরিমান হবে ৪,২৬,৪৭৬ টাক। ফলে আপনি ১০ বছর শেষে আপনি মোট রিটার্ন পাবেন ১৬,২৬,৪৭৬ টাকা। এভাবে পোস্ট অফিসে বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন আপনি। 

রয়েছে লোনের সুবিধা
এই সেভিং স্কিমে ১৮ বছর বা তার বেশি বয়সের মানুষেরা বিনিয়োগ করতে পারেন। বাবা মায়েরা নিজেদের নাবালক সন্তানের জন্যও অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে লোনের সুবিধাও রয়েছে। যদি এই অ্যাকাউন্ট খুলে ১২টি কিস্তি জমা করেন, তাহলে তার প্রেক্ষিতে ব্যাঙ্ক থেকে লোনও পেতে পারেন। মোট জমা করা অর্থের ৫০ শতাংশ লোন পাওয়া যায় এই স্কিমে। 

Advertisement

আরও পড়ুন - মহম্মদ বাজারে শ্যুটআউট, নিহত খাদান কর্মী, আহত স্কুল শিক্ষক

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement