Advertisement

Railway Recruitment 2021 : রেলে দেড় হাজারেরও বেশি নিয়োগ, যোগ্যতা-বেতন সহ রইল বিস্তারিত

আবারও ভারতীয় রেলে কাজের সুযোগ। এবার, ফিটার, ওয়েল্ডার, ওয়াইন্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, মেকানিক ও ওয়্যারম্যান পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল। ১,৬৬৪টি পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Aug 2021,
  • अपडेटेड 11:27 AM IST
  • ভারতীয় রেলে চাকরির সুযোগ
  • নেওয়া হচ্ছে ১,৬৬৪টি অ্যাপ্রেন্টিস
  • ৩ ডিভিশনে হবে নিয়োগ

Railway Recruitment 2021, Sarkari Naukri 2021: আবারও ভারতীয় রেলে কাজের সুযোগ। এবার, ফিটার, ওয়েল্ডার, ওয়াইন্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, মেকানিক ও ওয়্যারম্যান পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল। ১,৬৬৪টি পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন। সফল প্রার্থীদের প্রয়াগরাজ, ঝাঁসি ও আগরা ডিভিশনে নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য। 

বেতন কত?

রেলওয়েল রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org-এ এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২ অগাস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। লেভেল ১ পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে, প্রার্থীদের ২০% শূন্যপদে অগ্রাধিকার দেওয়া হবে। সফল প্রার্থীদের ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

কারা করতে পারবেন আবেদন?

আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত স্কুল থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে ১০ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ওয়েল্ডার, ওয়্য়ারম্যান ও কার্পেন্টার পদের জন্য অষ্টম শ্রেণি পাশেরাও আবেদন করতে পারেন। আবেদন ফি ১০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থী ও মহিলাদের আবেদবের ক্ষেত্রে কোনও ফি লাগবে না। নিয়োগ হবে মেধার ভিত্তিতে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement