Advertisement

Railway Recruitment 2024: রেলে ৭ হাজারের বেশি নিয়োগ, আজই আবেদনের শেষ দিন, মাইনে-যোগ্যতা সহ রইল সব তথ্য

৭৯৫১টি শূন্যপদে লোক নিচ্ছে ভারতীয় রেলওয়ে (Indian Railway)। আবেদন করার শেষ সুযোগ আজই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ৩০ জুলাই থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা rrbapply.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। 

ভারতীয় রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2024,
  • अपडेटेड 2:50 PM IST

৭৯৫১টি শূন্যপদে লোক নিচ্ছে ভারতীয় রেলওয়ে (Indian Railway)। আবেদন করার শেষ সুযোগ আজই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ৩০ জুলাই থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা rrbapply.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। 

RRB Railway JE Recruitment ২০২৪-এর আবেদন প্রক্রিয়া ২৯ আগস্ট রাত ১১:৫৯-এ বন্ধ হবে। এরপর আর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না। পরীক্ষার ফি দেওয়ার পরে, প্রার্থীদের জন্য যেকোনো ধরনের পরিবর্তনের জন্য সংশোধন করা যাবে। এই উইন্ডোটি ৩০ আগস্ট ২০২৪ থেকে ৯ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত খোলা থাকবে। প্রার্থীরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, rrbapply.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। 

 শূন্যপদ কত? 
৭৯৫১টি পদের শূন্যপদের বিশদ বিবরণ যার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আবেদন আহ্বান করেছে। এর মধ্যে ১৭ টি পদ রাসায়নিক সুপারভাইজার/গবেষণা এবং ধাতব তত্ত্বাবধায়ক/গবেষণার যা শুধুমাত্র RRB গোরখপুরের জন্য। 
 

শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা 
ভারত সমস্ত বিভিন্ন পদের জন্য আবেদনের যোগ্যতা ভিন্ন, যার বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। ১ জানুয়ারী ২০২৫ সালে আবেদন কারীর বয়স ১৮ থেকে ৩৩ বছর হতে হবে।  সংরক্ষিত বিভাগ থেকে আসা প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া 
গোটা পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক হবে যা ২টি ধাপে পরিচালিত হবে। উভয় ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মেডিকেল এবং নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। আবেদনকারী প্রার্থীদের আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে থাকুন।

কত টাকা মাইনে?
জুনিয়র ইঞ্জিনিয়ার ও ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট পদের জন্য নির্বাচিত হলে পাবেন মাসিক ৪৪,৯০০ টাকা। আর কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাবেন ৩৫,৪০০ টাকা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement