Ration Card Aadhar Link: যাদের রেশন কার্ড আছে তাদের জন্য বড় খবর। আপনিও যদি একজন রেশন কার্ড হোল্ডার হন, তাহলে ৩০ জুন তারিখটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার বলেছে যে যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাঁদের ৩০ জুন তারিখটি মাথায় রাখতে হবে। অন্যথায়, পরে আপনার বিনামূল্যে রেশন পেতে সমস্যা হতে পারে। আসুন আপনাকে বলি যে আধার এবং রেশন কার্ড লিঙ্ক করা আবশ্যক।
এ তথ্য জানিয়েছে খাদ্য দফতর
খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রেশন কার্ড লিঙ্ক করার ((Ration Card Aadhaar Link)) তারিখ ঘনিয়ে এসেছে। সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার পরে গ্রাহকরা তাঁদের খাদ্যশস্য ঠিক পাচ্ছে কি না তা নিশ্চিত করা সহজ হবে।
৩০ জুনের মধ্যে লিঙ্ক করা যাবে
এর আগে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার তারিখ ছিল ৩১ মার্চ এবং পরে তা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছিল এবং এখন আপনার কাছে মাত্র ২৩ দিন বাকি রয়েছে। যখন থেকে সরকার রেশন কার্ডকে ওয়ান নেশন-ওয়ান রেশন ঘোষণা করেছে, তখন থেকেই রেশন কার্ডকে আধারের সঙ্গে যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
অফলাইনে কীভাবে লিঙ্ক করবেন?
পরিবারের সকল সদস্যের আধার কার্ড ও রেশন কার্ডের জেরক্স নিন।
যদি আপনার ব্য়াঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, তবে ব্যাঙ্ক পাসবুকের জেরক্সও নিন।
এর পরে, পরিবারের প্রধানের একটি পাসপোর্ট সাইজ ছবি নিন এবং রেশনের দোকানে বা ফুড ইনস্পেক্টরের অফিসে জমা দিন।
আধার ডেটাবেসের জন্য সেই তথ্য যাচাই করার জন্য আপনাকে সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট আইডি দিতে বলা হবে।
সংশ্লিষ্ট বিভাগ সমস্ত নথি পাওয়ার পরে আপনাকে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানানো হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার নথিপত্র সহ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে। এর পরে, রেশন কার্ড এবং আধার লিঙ্ক করা হলে আপনাকে জানানো হবে।
অনলাইন লিঙ্ক করবেন যেভাবে
এছাড়াও, 'খাদ্যাসাথী- আমার রেশন' মোবাইল অ্যাপের মাধ্যমে এখন আপনি বাড়িতে বসেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। অথবা নীচে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করেও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যাবে।