Advertisement

RRB NTPC Result 2021: ৩৫ হাজার পদে নিয়োগের ফল ঘোষণা শীঘ্রই

RRB NTPC Result 2021: ৩৫ হাজার ২৮১ টি পদে নিয়োগের ফল ঘোষণা শীঘ্রই। এই পদে সফলদের টিকিট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, টাইম কিপার এবং ট্রেন ক্লার্কের পদে নিয়োগ মিলবে।

রেলে নিয়োগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Dec 2021,
  • अपडेटेड 10:56 AM IST
  • রেলের নিয়োগের ফল শীঘ্রই
  • ৩৫ হাজার শূণ্যপদে নিয়োগ হবে
  • ফল জানুন অফিসিয়াল ওয়েবসাইটে

RRB NTPC Result 2021: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড  (RRB) দ্রুত এনটিপিসি পরীক্ষার ফল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in এ প্রকাশ করবে। এমনটাই জানা গিয়েছে রেলওয়ে এক্সাম বোর্ড সূত্রে। যাঁরা পরীক্ষা দিয়েছিলেন। ফলের অপেক্ষা রয়েছেন। তাঁরা সাইটে গিয়ে ফল জানতে পারবেন। এই পরীক্ষাটি ২৮ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জুলাই ২০২১ পর্যন্ত গোটা দেশে বিভিন্ন জায়গায় দফায় দফায় হয়েছে।

মোট ৩৫ হাজার ২৮১ টি পদে নিয়োগের ফল ঘোষণা শীঘ্রই। এই পদে সফলদের টিকিট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, টাইম কিপার এবং ট্রেন ক্লার্কের পদে নিয়োগ মিলবে। যাঁরা সিবিটি-১ এ সফল হয়েছেন, তাঁদের আবার অন্য় ধরণের পরীক্ষার মুখোমুখি হতে হবে।

RRB NTPC Result 2021: ফল জানার পদ্ধতি নীচে দেওয়া হলো।

STEP-  1 - সবার প্রথমে রেলওয়ে নিয়োগ বোর্ডের অফিসিয়ার ওয়েবসাইট rrbcdg.gov.in -এ যেতে হবে।

STEP - 2 - এরপর হোমপেজে রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে।

STEP 3 -  RRB NTPC CBT 1 Result 2021 লিংকে ক্লিক করতে হবে।

STEP 4-  লেখা থাকা ক্যানডিডেট ইনফরমেশন দিয়ে সাবমিট করতে হবে।

STEP- 5 -  এরপর রেজাল্ট বের হয়ে আসবে। সফল হলে ডাউনলোড করুন। অসফল হলেও তা লেখা থাকবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement