Advertisement

Rule Change From 1 June: LPG থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল, প্রতিমাসে বাড়বে মধ্যবিত্তের খরচ?

জুন মাসের প্রথম দিন আজ। আবার আজই শেষ হচ্ছে এ বছরের লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন ভোটগণনা। তৈরি হবে নতুন সরকার। এই আবহে আজ থেকেই দেশে ৫ পরিবর্তন হল। যা আমজনতার জীবনে প্রভাব ফেলবে। 

৫ নিয়মে বদল।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Jun 2024,
  • अपडेटेड 12:52 PM IST
  • জুন মাসের প্রথম দিন আজ।
  • আবার আজই শেষ হচ্ছে এ বছরের লোকসভা নির্বাচন।
  • আজ থেকেই দেশে ৫ পরিবর্তন করা হল।

জুন মাসের প্রথম দিন আজ। আবার আজই শেষ হচ্ছে এ বছরের লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন ভোটগণনা। তৈরি হবে নতুন সরকার। এই আবহে আজ থেকেই দেশে ৫ পরিবর্তন করা হল। যা আমজনতার জীবনে প্রভাব ফেলবে। 

এলপিজি সিলিন্ডারের দাম থেকে ক্রেডিট কার্ট, নিয়মে নানা বদল এসেছে। তা হলে জেনে নিন, ৫ বদল কী কী করা হল...

* তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। আজ সকাল ৬টা থেকে সংশোধিত দাম কার্যকর করা হয়েছে। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, ফের এলপিজির দাম কমানো হল। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৭২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে এবারও ১৪ কেজি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।  ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৬৯.৫০ টাকা। কলকাতায় এই দাম ৭২ টাকা। মুম্বইয়ে দাম ৬৯.৫০ টাকা। 

*বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি, তেল বিপণন সংস্থাগুলিও এয়ার ফুয়েল অর্থাৎ এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ) এর দাম পরিবর্তন করেছে। যার প্রভাব পড়তে পারে বিমান সফরে। আইওসিএলের মতে, দিল্লিতে এটিএফের দাম প্রতি কিমি ১ লক্ষ ১ হাজার ৬৪৩.৮৮ টাকা থেকে কমিয়ে ৯৪ হাজার ৯৬৯.০১ টাকা করা হয়েছে। কলকাতায় এই দাম প্রতি কিমি ১ লক্ষ ১০ হাজার ৫৮৩.১৩ টাকা থেকে কমিয়ে ১ লক্ষ ৩ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। 

* ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও নিয়ম বদল করা হয়েছে। ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে বদল এনেছে এসবিআই।  SBI-এর কিছু ক্রেডিট কার্ডের জন্য, সরকার সম্পর্কিত লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট প্রযোজ্য হবে না। 

* ড্রাইভিং লাইসেন্সের নিয়মেও বদল ঘটানো হল। আজ থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে পরিচালনা করা যেতে পারে। এতদিন এই পরীক্ষা সরকারি প্রতিষ্ঠানে পরিচালনা করা হত। আরটিও দ্বারা স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা পরিচালনা করা হবে। ১৮ বছরের কম বয়সি কেউ গাড়ি চালালে তাকে ২৫ হাজার টাকা জরিমানা শুধু নয়, ২৫ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে না। 

Advertisement

* আধার কার্ড আপডেট করার সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন করে আপডেট করার সময়সীমা আর বাড়ানো না-ও হতে পারে। এর পরে, আপনি যদি এটি আপডেট করতে আধার কেন্দ্রে যান তবে আপনাকে প্রতি আপডেটের জন্য ৫০ টাকা চার্জ দিতে হবে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement