Advertisement

কন্টাক্টলেস ডেবিট কার্ড আনল SBI! রয়েছে একাধিক সুযোগ-সুবিধা

এ বার কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড চালু করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র সঙ্গে হাত মিলিয়ে এই কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড লঞ্চ করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

কন্টাক্টলেস ডেবিট কার্ড আনল SBI! রয়েছে একাধিক সুযোগ-সুবিধা
সুদীপ দে
  • কলকাতা,
  • 02 Dec 2020,
  • अपडेटेड 8:31 PM IST
  • কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড চালু করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)।
  • NPCI-র সঙ্গে হাত মিলিয়ে এই কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড লঞ্চ করল SBI।
  • এই পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার জাপানের জনপ্রিয় পেমেন্ট ব্র্যান্ড জেসিবি (JCB) ইন্টারন্যাশনাল।

এ বার কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড চালু করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র সঙ্গে হাত মিলিয়ে এই কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড লঞ্চ করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার জাপানের জনপ্রিয় পেমেন্ট ব্র্যান্ড জেসিবি (JCB) ইন্টারন্যাশনাল।

এই কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডে একটি বিশেষ ডুয়াল-ইন্টারফেস ফিচার রয়েছে, যার সাহায্যে গ্রাহকরা দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও লেনদেন করতে পারবেন।

Burger King IPO: লাভজনক বিনিয়োগে মোটা মুনাফার ইঙ্গিত! রইল ৫ জরুরি তথ্য

রিপোর্ট অনুযায়ী, এই নতুন কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডে একটি অতিরিক্ত পেমেন্ট মোড রয়েছে, যার সাহায্যে RuPay-র অফলাইন ‘ওয়ালেট-বেসড ট্রানজাকশন’ও করা যাবে এটি থেকে। গ্রাহকরা কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের মাধ্যমে অফলাইনে ওয়ালেট লোড করতে পারবেন। পাশাপাশি বাস এবং মেট্রোর মতো দেশীয় পরিবহণগুলিতে বা রিটেল (মার্চেন্ট) পেমেন্টও করতে পারবেন।

জানেন আজ কত যাচ্ছে কলকাতায় সোনার দাম? জেনে নিন খুঁটিনাটি

জানা গিয়েছে, এই কার্ডের সাহায্যে গ্রাহকরা জেসিবি নেটওয়ার্কের সমস্ত POS (পয়েন্ট অফ সেল) এবং ATM (অটোমেটিক টেলার মেশিন) টার্মিনালগুলিতে আর্থিক লেনদেন করতে পারবেন। আবার এই কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডটি ব্যবহার করে, জেসিবির অংশীদার কিছু আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও অনলাইনে কেনাকাটা করা যাবে।

এই প্রসঙ্গে SBI-এর চিফ জেনারেল ম্যানেজার বিদ্যা কৃষ্ণণ জানান, এই কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের নতুন ট্যাপ এবং পে প্রযুক্তি গ্রাহকদের নিরাপদ এবং দ্রুত ‘কন্ট্যাক্টলেস ট্রানজাকশন’-এর সুবিধা দেবে। ফলে নিত্যদিনের ‘ক্যাশ-লেস’ লেনদেন গ্রাহকদের জন্য আরও সহজ হয়ে উঠবে। এই নতুন কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের বিভিন্ন বৈশিষ্ট গ্রাহকরা ঝুঁকিহীন লেনদেনের ক্ষেত্রে বেশ উপভোগ করবেন, এ বিষয়ে যথেষ্ঠ আশাবাদী জেসিবি (JCB) ইন্টারন্যাশনাল সংস্থার প্রেসিডেন্ট এবং সিইও ইয়োশিকি কানেকো।

Advertisement

এই প্রসঙ্গে একটি বিবৃতিতে NPCI-এর সিইও প্রবীনা রাই জানান, এই প্ল্যাটিনাম কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডটি বিশ্বজুড়ে কয়েক লক্ষ লোকেশনে ব্যবহার করা যাবে। তাঁর মতে, নতুন এই কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড ব্যবহারের ফলে আন্তর্জাতিক বাজারেও ভারতের ব্যবসায়িক নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়ে উঠবে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement