শেয়ার বাজার (Share Stock Market) মানেই উত্থান-পতনের জায়গা। এখানে কখন কোন স্টক বিনিয়োগকারীকে মালামাল করবে বা পথে বসাবে, কোনওটাই আন্দাজ করা যায় না। আর তার সবচেয়ে সাম্প্রতিকতম উদাহরণ হল Jyoti Resins And Adhesive Ltd-এর শেয়ার। যেখানে ৩৬ পয়সার শেয়ার, কোটিপতি বানিয়ে দিল বিনিয়োগকারীদের।
১ লক্ষ টাকা হল ৬৫ কোটি
এই সংস্থার শেয়ার ২০০৪ সালে ছিল ৩৬ পয়সা। কিন্তু ১৯ জুলাই ২০২২-এ তা ২,৩৮০ টাকায় ট্রেড করে। অর্থাৎ এই শেয়ার বিনিয়োগকারীদের প্রায়, ৬,৬৪,৮৯৮ শতাংশ রিটার্ন দিয়েছে। বলা যেতে পারে, যদি কোনও বিনিয়োগকারী এই সংস্থায় ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে বর্তমানে তা বেড়ে প্রায় ৬৫ কোটি টাকা হয়ে গিয়েছে।
যদি BSE-তে Jyoti Resins And Adhesive Ltd-এর শেয়ারের মূল্যের ঐতিহাসিক ডাটা দেখা হয়, তবে নজরে আসবে ২০০৪ সালে এই শেয়ারের মূল্য (Share Price) ছিল ৩৬ পয়সা। ১০ বছর পরেও তার দাম খুব বেশি বাড়েনি। ২০১৪ সালে এই শেয়ারের মূল্য পৌঁছায় ৭.৮৩ টাকায়। কিন্তু তারপরের বছর থেকেই এই স্টকের দাম যেভাবে বাড়তে শুরু করে তা আজও জারি রয়েছে।
২০১৬-তে ব্যাপক গতি পায় শেয়ার
২০১৫ সালে এই শেয়ারের দাম দাঁড়ায় ১৩.৪০ টাকায়। আর জুলাই ২০২২-এ এই স্টকের মূল্য হয় ২,৪০১ টাকা। যদিও এই প্রতিবেদন লেখার সময় সংস্থার শেয়ারের মূল্য ছিল ২,৩৮০ টাকা। সবচেয়ে বড় কথা, করোনাকালেও এই শেয়ার বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দিয়েছে। ২০২০ সালের মে মাসের এই শেয়ারের দাম ছিল ১১১.৮০ টাকা। ঠিক একবছর পর ২০২১ সালের মে মাসে এর দাম বেড়ে হয় ৬৯৭.২৫ টাকা। আর চলতি বছরের মে মাসে এই শেয়ারের দাম পৌঁছায় ২,৩১৩.৭০ টাকায়। গত ১ বছরে এই শেয়ার বিনিয়োগকারীদের ২০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন - চাল-ডাল-আটায় কেন ৫% GST? লাগাতার ১৪ টুইটে ব্যাখ্যা নির্মলার