Advertisement

SIP Mutual Fund Investment Crorepati Tips : মাত্র ৫০০ টাকা বিনিয়োগেই কোটিপতি হওয়া সম্ভব, ফর্মুলা রইল

মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP Investment) বিনিয়োগকারীকে দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুবিধা পেতে সাহায্য করে। তাই বেশিরভাগ মিউচুয়াল ফান্ড এসআইপি বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যই এগোন। এক্ষেত্রে আপনারও যদি বিনিয়োগকারী হিসাবে ১ কোটি টাকা ফান্ড গড়ে তোলার লক্ষ্য থাকে, তাহলে একটি সহজ এবং কার্যকর কৌশল রয়েছে, যা আপনি অনুসরণ করতে পারেন। সেটি হল ১৫x১৫x১৫ নিয়ম।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 May 2023,
  • अपडेटेड 4:04 PM IST
  • সঞ্চয়ের জন্য বিনিয়োগ প্রায় সকলেই করেন
  • বিনিয়োগ করতে হবে ভেবেচিন্তে
  • রইল বিনিয়োগের টিপস

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (SIP) মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আজকাল খুবই সহজ হয়ে উঠেছে। যদি সঠিক উপায়ে এবং সুশৃঙ্খলভাবে বিনিয়োগ করা যায়, তাহলে একদিকে যেমন অনেক সুবিধা পাওয়া যায়, তেমনই দীর্ঘমেয়াদে একটি মোটা ফান্ডও তৈরি করা যায়। এই প্রতিবেদনে এমন একটি দুর্দান্ত ফর্মুলার কথা বলা হবে, যা অনুসরণ করে চললে মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি হওয়া যায়। চলুন বিষয়টি জেনে নেওয়া যাক।

মিউচুয়াল ফান্ড
মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP Investment) বিনিয়োগকারীকে দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুবিধা পেতে সাহায্য করে। তাই বেশিরভাগ মিউচুয়াল ফান্ড এসআইপি বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যই এগোন। এক্ষেত্রে আপনারও যদি বিনিয়োগকারী হিসাবে ১ কোটি টাকা ফান্ড গড়ে তোলার লক্ষ্য থাকে, তাহলে একটি সহজ এবং কার্যকর কৌশল রয়েছে, যা আপনি অনুসরণ করতে পারেন। সেটি হল ১৫x১৫x১৫ নিয়ম।

মিউচুয়াল ফান্ডের ১৫x১৫x১৫ নিয়ম কী? (Mutual Fund)
মিউচুয়াল ফান্ডের ১৫x১৫x১৫ নিয়মে ১৫% বার্ষিক রিটার্ন প্রদানকারী ফান্ডে ১৫ বছরের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। এর মানে হল যে আপনাকে মাসের ৩০ দিনের, প্রত্যেক দিন ৫০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ করতে হবে মোট ১৫ বছর।

আরও পড়ুন

এসআইপি
সহজ কথায়, এই সূত্রের অধীনে ১৫ বছরের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকার একটি SIP, যা গড়ে ১৫% চক্রবৃদ্ধি বার্ষিক রিটার্ন অর্জন করে এবং আপনাকে ১ কোটি টাকা জমাতে সাহায্য করে। এক্ষেত্রে ১৫ বছরের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বিনিয়োগ করলে, মোট ২৭ লক্ষ টাকা জমা হবে।

কম্পাউন্ডিং কী?
চক্রবৃদ্ধি বলতে সুদের উপর সুদ উপার্জনের প্রক্রিয়াকে বোঝায়। যার ফলে বিনিয়োগ সময়ের সঙ্গে সঙ্গে সুন্দরভাবে বৃদ্ধি পায়। ১৫% বার্ষিক রিটার্ন প্রদানকারী একটি স্টকে ১৫ বছরের জন্য প্রতি মাসে মাত্র ১৫ হাজার টাকা বিনিয়োগ করে, আপনি ২৭ লক্ষ টাকা জমা করবেন। আর সব মিলিয়ে রিটার্ন  পাবেন ১,০০,২৭,৬০১ টাকা। অর্থাৎ ২৭ লক্ষ টাকা বিনিয়োগ করে ৭৩ লক্ষ টাকা লাভ করতে পারেন। 

Advertisement

(Disclaimer : বিনিয়োগে ঝুঁকি থাকে, বিনিয়োগের আগে কোনও বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।)

 

Read more!
Advertisement
Advertisement