উপার্জনের জন্য সাধারণ মানুষ অনেক পরিশ্রম করেন। কেউ একে 'সাফল্যের মৌলিক মন্ত্র' বলে আবার কেউ একে 'মৌলিক প্রয়োজন' বলে থাকেন। সামগ্রিকভাবে, জীবনে সফল হতে বা যে কোনও অবস্থান অর্জনের জন্য কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং প্রচেষ্টার মতো জিনিসগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন IAS অফিসার এই বিষয়ে নিজেদের মতামত রাখেন। সাফল্য়ের মন্ত্র কী? কীভাবে আয় করা সম্ভব? আসুন দেখি IAS-রা কী বলছেন। তাঁরা এনিয়ে টুইটও করে থাকেন। এই টুইটবার্তাগুলোর মধ্যে বেশ কয়েকটি VIRALও হয়েছে।
আরও পড়ুন : 'আল্লাহু আকবর' স্লোগান দেওয়া তরুণী পাবেন ৫ লাখ
যেমন IAS অর্পিত বর্মা লিখেছেন, 'নিজের সম্পর্কে অভিযোগ বা সমালোচনা ধৈর্য্য সহকারে শুনুন। তা আপনার জীবনের ময়লা দূর করতে সাবান হিসেবে কাজ করে..!!'
IAS সোনাল গোয়েল লিখেছেন, 'আজ কঠিন, আগামিকাল একটু ভালো হবে। পরিশ্রম বন্ধ কোরো না, হে পথিক, ভবিষ্যৎ অবশ্যই ভাল হবে।' অর্থাৎ, IAS সোনাল গোয়েলও কঠোর পরিশ্রমকে সাফল্যের মূল মন্ত্র বলে মনে করেন।
আবার IAS জিতিন যাদব টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'আপনি যদি সততার সঙ্গে পড়াশোনা করেন তবে এমন হতে পারে চাকরি পেতে বা প্রতিষ্ঠিত হতে দেরি হতে পারে। হতে পারে আপনি IAS হতে পারবেন না। তবে PSC-তে ভালো র্যাঙ্ক পেতে পারেন। তারপরও যদি আপনি বেকার থাকেন। উপার্জন করতে না পারেন, তাহলেও একটা কথা মাথায় রাখবেন, আপনি যে ক্ষেত্রেই যান না কেন, সেখানে ভালো কাজ করবেনই। কারণ পড়াশোনা আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে। আর আপনি উপার্জনও করতে পারবেন।'