Advertisement

Today Petrol Diesel Price Kolkata : কলকাতায় ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই, জানুন আজকের তেলের দাম

বর্তমানে রাজস্থানের শ্রীগঙ্গানগরে লিটার প্রতি পেট্রোলের দাম সবচেয়ে বেশি। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ১২৩.১৬ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০৫.৫৫ টাকা। গত ৬ এপ্রিল শেষবার বেড়েছিল তেলের দাম।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Apr 2022,
  • अपडेटेड 8:45 AM IST
  • জ্বালানির দাম আরও একদিন স্থির
  • এই নিয়ে একটানা ১৮ দিন অপরিবর্তিত দাম
  • জেনে নিন আজকের পেট্রোল-ডিজেলের মূল্য

আরও একদিনের স্বস্তি গ্রাহকদের। এই নিয়ে একটানা ১৮ দিন পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রাখল তেল সংস্থাগুলি। গত ৭ এপ্রিল থেকে একই রয়েছে তেলের দাম। ফলে আজ রবিবারও শহর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১১৫.১২ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৯.৮৩ টাকা। 

এবার একনজরে দেখে নেওয়া যাক, আজ দেশের প্রধান ৪ শহরে জ্বালানির দাম - 
শহর         পেট্রোল        ডিজেল
দিল্লি           ১০৫.৪১         ৯৬.৬৭
মুম্বই           ১২০.৫১         ১০৪.৭৭
কলকাতা     ১১৫.১২          ৯৯.৮৩
চেন্নাই          ১১০.৮৫         ১০০.৯৪

তবে বর্তমানে রাজস্থানের শ্রীগঙ্গানগরে লিটার প্রতি পেট্রোলের দাম সবচেয়ে বেশি। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ১২৩.১৬ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০৫.৫৫ টাকা। গত ৬ এপ্রিল শেষবার বেড়েছিল তেলের দাম।

আরও পড়ুন

SMS-এর মাধ্যমে জানা যাবে পেট্রোল ডিজেলের দাম
প্রসঙ্গত, গ্রাহকরা শুধুমাত্র একটি SMS করে নিজের শহরের পেট্রোল-ডিজেলের দাম জানতে পারেন। এর জন্য IOCL গ্রাহকদের নিজের শহরের RSP কোড লিখে এসএমএস করতে হবে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে। নিজের শহরের RSP কোড জানতে ক্লিক করুন এখানে

 

Read more!
Advertisement
Advertisement