Advertisement

Today's Petrol Diesel Price : রাখিতে কলকাতায় কমল জ্বালানির দাম, আর গোটা দেশে?

রবিবার ছুটির দিনে কলকাতার লিটার প্রতি পেট্রোলের দাম ১০১.৯৩ টাকা, যা শনিবার ছিল লিটার প্রতি ১০২.০৮ টাকা। পাশাপাশি এদিন শহরে ডিজেলের মূল্য লিটার প্রতি ৯২.১৩ টাকা, যা শনিবার ছিল ৯২.৩২ টাকা। আর শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের অন্যান্য কিছু শহরেও কমেছে জ্বালানির মূল্য।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2021,
  • अपडेटेड 8:52 AM IST
  • রবিবার কমল পেট্রোল-ডিজেলের দাম
  • এক সপ্তাহে ৪ বার কমল ডিজেলের মূল্য
  • রইল দেশের সমস্ত বড় শহরের জ্বালানির দাম

রাখিতে সুখবর। কিছুটা কমল পেট্রোল-ডিজেলের দাম। রবিবার ছুটির দিনে কলকাতার লিটার প্রতি পেট্রোলের দাম ১০১.৯৩ টাকা, যা শনিবার ছিল লিটার প্রতি ১০২.০৮ টাকা। পাশাপাশি এদিন শহরে ডিজেলের মূল্য লিটার প্রতি ৯২.১৩ টাকা, যা শনিবার ছিল ৯২.৩২ টাকা। আর শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের অন্যান্য কিছু শহরেও কমেছে জ্বালানির মূল্য। একনজরে দেখে নেওয়া যাক রবিবার (Today's Petrol Diesel Price) দেশের বিভিন্ন রাজ্যে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম।  

 

শহর         পেট্রোল        ডিজেল
দিল্লি          ১০১.৬৪         ৮৯.০৭
মুম্বই          ১০৭.৬৬        ৯৬.৬৪
চেন্নাই        ৯৯.৩২          ৯৩.৬৬
বেঙ্গালুরু    ১০৫.১৩        ৯৪.৪৯
ভোপাল      ১১০.০৬        ৯৭.৮৮
চণ্ডীগড়      ৯৭.৮০         ৮৮.৭৭
রাঁচি            ৯৬.৫৩        ৯৪.০২
লখনউ        ৯৮.৭০        ৮৯.৪৫
পটনা          ১০৪.১০       ৯৪.৮৬

প্রসঙ্গত গত ১৮ থেকে ২০ অগাস্ট পর্যন্ত প্রতিদিনই লিটার প্রতি ২০ পয়সা করে কমেছে ডিজেলের দাম। তারপর ফের আজ কমল। ফলে এক সপ্তাহের মধ্যে লিটার প্রতি ডিজেলের দাম কমল ৮০ পয়সা। 

SMS-এ জানা যায় জ্বালানির দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের প্রেক্ষিতে প্রতিদিন আপডেট হয় পেট্রোল-ডিজিলের মূল্য। অপরিশোধিত তেলের দাম সমীক্ষা করার পর দৈনিক ভিত্তিতে জ্বালানির দাম নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা শুধুমাত্র এসএমএস-এর মাধ্যমে নিজের শহরের পেট্রোল-ডিজেলের দাম জানতে পারবেন। তারজন্য গ্রাহককে নিজের শহরের আরএসপি (RSP) কোড লিখে এসএমএস (SMS) করতে হবে 9224992249 নম্বরে। নিজের শহরের আরএসপি কোড জানতে ক্লিক করুন এইখানে

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement