Advertisement

IRCTC Ramayana Yatra Tour Package: ট্রেন তো নয়, যেন চলমান ফাইভ স্টার হোটেল, রেলের 'রামায়ণ যাত্রা', কীভাবে বুকিং?

সামনেই গরমের ছুটি, ঘুরতে যাওয়ার হিড়িক বাড়বে। হোটেল থেকে শুরু করে বাস, ট্রেন থেকে শুরু করে ফ্লাইট সব কিছুরই টিকিট বাড়ন্ত। এরমধ্যেই ভারতীয় রেল যাত্রীদের জন্যে একটি নতুন উপহার নিয়ে এসেছে। এমন একটি প্যকেজ তাঁরা নিয়ে এসেছে যা যাত্রীদের চমকে দেবে। ট্রেনে উঠলে তাঁরা বুঝতেই পারবেন না কোথায় এসেছেন, ফাইভ স্টার হোটেলের সঙ্গে গুলিয়ে ফেলতে বাধ্য। আপনি যদি রামের ভক্ত হন তাহলে আজই রামায়ণ যাত্রার ট্রেনের টিকিট বুক করে নিন।

এবার গরমের ছুটিতে করুন 'রামায়ণ যাত্রা'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2024,
  • अपडेटेड 1:55 PM IST

সামনেই গরমের ছুটি, ঘুরতে যাওয়ার হিড়িক বাড়বে। হোটেল থেকে শুরু করে বাস, ট্রেন থেকে শুরু করে ফ্লাইট সব কিছুরই টিকিট বাড়ন্ত। এরমধ্যেই ভারতীয় রেল যাত্রীদের জন্যে একটি নতুন উপহার নিয়ে এসেছে। এমন একটি প্যকেজ তাঁরা নিয়ে এসেছে যা যাত্রীদের চমকে দেবে। ট্রেনে উঠলে তাঁরা বুঝতেই পারবেন না কোথায় এসেছেন, ফাইভ স্টার হোটেলের সঙ্গে গুলিয়ে ফেলতে বাধ্য। আপনি যদি রামের ভক্ত হন তাহলে আজই রামায়ণ যাত্রার ট্রেনের টিকিট বুক করে নিন। 

গরমের ছুটির কথা মাথায় রেখে ভারতীয় রেল এই চিন্তাভাবনা করেছে। সকলের কথা ভেবে এই ট্রেনে তিন ধরণের কোচ রয়েছে এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ড এবং এসি থ্রি। এছাড়াও আছে এসি কূপ। ভারতীয় রেল আগামী জুন মাসের ৭ তারিখ থেকে এই ট্রেনটি চালানোর পরিকল্পনা করেছে। যারা এই ট্রেনে চরবেন তাঁরা একসঙ্গে ১৪টি শহরের ৩৯টি তীর্থস্থান ঘুরবেন। দিল্লির সফদর জং স্টেশন থেকে চলবে এই ট্রেন। পুরো যাত্রা হবে ১৭ রাত ১৮ দিনের।

রামযাত্রার এই ট্রেনটি অযোধ্যা, নন্দীগ্রাম, সীতামারি, জনকপুর, বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট, নাসিক, হাম্পি, রামেশ্বরম, ভাদেরাঞ্চল এবং নাগপুরের উপর দিয়ে যাবে। রামচন্দ্রের সঙ্গে সম্পর্কিত এই সকল স্থান দেখার সুযোগ পাবেন যাত্রীরা। এছাড়াও যাত্রীরা তাদের সুবিধা অনুযায়ী স্টেশন থেকে  উঠতে এবং নামতে পারবেন। দিল্লি বাদেও গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, ইটাওয়া, কানপুর এবং লখনউ স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন। ফিরতি পথে ঝাঁসি, গোয়ালিয়র, আগ্রা ক্যান্ট, মথুরা এবং সফদরজং স্টেশনে নামতে পারবেন।

এই ট্রেনের টিকিট কাটার সময় যাত্রীরা টিকিটের দামের উপর ৩৩ শতাংশ ছাড় পাবেন। ছাড় পাওয়ার পর ভাড়া হবে এসি ফার্স্ট ক্লাসের ১,৪৫,৭৪৫ টাকা, এসি সেকেন্ড ক্লাসে ১,৩৪,৭১০ টাকা এবং এসি থ্রির ভাড়া ৯৪,৬০০ টাকা। এসি কূপের ভাড়া ১,৬৬,৮১০ টাকা। সিঙ্গেল, ডাবল ও ট্রিপল শেয়ারিংয়ের জন্য এগুলো বুক করা যাবে।  আপনার এই যাত্রায় রাম মন্দির, ভরত-হনুমান মন্দির, জানকি মন্দির, তুলসি মানষ মন্দির, গঙ্গা আরতি, রামেস্বর মন্দির, সীতা মন্দির সহ আরও অনেক জায়গা ঘুরতে পারবেন। তাই আর অপেক্ষা না করে আজই আপনিও টিকিট কেটে ফেলুন আর আপনার পরিবারের সঙ্গে এই ছুটিতে উপভোগ করুন এই পুণ্য যাত্রা।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement