Advertisement

How To Find Your Name In Voter List: বাংলায় নতুন ভোটার তালিকা থেকে বাদ লক্ষাধিক, নিজের নাম দেখুন ঘরে বসেই

রাজ্যের নতুন ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার ৭  কোটি ৫২ লক্ষ ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭।  ৩ কোটি ৬৯  লক্ষ ৭০ হাজার ৭১ জন মহিলা ভোটার। ২০২৩ সালে নতুন ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১। এই ভোটার তালিকা চাইলেই দেখতে পারেন সাধারণ মানুষ।

ভোটার তালিকায় নিজের নাম দেখবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jan 2023,
  • अपडेटेड 3:25 PM IST
  • রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ।
  • কীভাবে দেখবেন নিজের নাম।

ভোটার তালিকায় নাম থাকাটা অত্যন্ত দরকার। বিভিন্ন কাজে লাগে। ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ তো বটেই ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণেও কাজে দেয় ভোটার তালিকায় নাম থাকা। এছাড়াও মামলা-মোকদ্দমা ও সরকারি সুযোগসুবিধার ক্ষেত্রেও তার গুরুত্ব অপরিসীম। সদ্য রাজ্যে প্রকাশিত হয়েছে নতুন ভোটার তালিকা। সেই 
ভোটার তালিকায় কি আপনার নাম রয়েছে না বাদ গিয়েছে? কীভাবে বুঝবেন? 

রাজ্যের নতুন ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার ৭  কোটি ৫২ লক্ষ ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭।  ৩ কোটি ৬৯  লক্ষ ৭০ হাজার ৭১ জন মহিলা ভোটার। ২০২৩ সালে নতুন ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১। এই ভোটার তালিকা চাইলেই দেখতে পারেন সাধারণ মানুষ। ২০২৩ সালের ভোটার তালিকা থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছে ৪  লক্ষ ১৫ হাজার ২২৯ জনের নাম। তাই দেখে নিতে পারেন, নিজের ও পরিবারের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে না বাদ গিয়েছে। 

জেলাভিত্তিক থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত দেখা যাবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায়। নিজের ও পরিবারের সদস্যদের নাম আছে কিনা তা দেখার জন্য প্রথমেই যেতে হবে ceowestbengal.nic.in -এ। 

- প্রথমে  হোমপেজে Electoral Roll (Voter List)-এ ক্লিক করুন। 
- দেখতে পাবেন জেলার তালিকা (District List)
- নির্দিষ্ট জেলায় ক্লিক করতে হবে। যে জেলায় আপনি থাকেন। 
- দেখতে পাবেন আপনার বিধানসভার নাম ও নম্বর সম্বলিত একটি তালিকা।
-নিজের বিধানসভা কেন্দ্র চয়ন করুন। পেয়ে যাবেন আপনার ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা।
- এবার দেখবেন খসড়া ভোটার তালিকা (Draft Roll) ও চূড়ান্ত ভোটার তালিকা (Final Electoral Roll)।
-  ফাইনাল রোলে ক্লিক করলে একটি বক্স খুলবে। নির্দিষ্ট কোড বক্সে এন্টার করে ভেরিফাই করে নিলেই আপনার ভোটগ্রহণ ক্ষেত্রের জন্য নির্দিষ্ট চূড়ান্ত ভোটার তালিকা পেয়ে যাবেন। 
- PDF আকারে ডাউনলোড করে নিন। বা সেভ বা প্রিন্ট করার সুবিধাও রয়েছে।

Advertisement

বিভিন্ন সময় ভোটার তালিকা নিয়ে গরমিলের অভিযোগ করে বিরোধীর। এবার বাদ যাওয়াদের মধ্যে অধিকাংশই মৃত ভোটার বলে খবর। 

আরও পড়ুন- সাড়ে ৪ টাকার স্টকে কোটিপতি, এখনও কিনতে পারেন বজাজের এই শেয়ার

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement