Advertisement

Karmabandhu Allowance: রাজ্যের অস্থায়ী 'কর্মবন্ধু' কর্মচারীদের বেতনবৃদ্ধি, এবার মাসে কত টাকা মিলবে?

বছর শেষের আগে 'কর্মবন্ধু' অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার  রাজ্য় সরকার তাদের জন্য মাসিক ভাতা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার ঘোষণা করেছে। রাজ্য সরকারের অধীনে ‘পশ্চিমবঙ্গ কর্মবন্ধু’-র সঙ্গে যুক্ত কর্মীরা অস্থায়ী ভিত্তিতে কাজ করেন প্রধানত সহকারী হিসেবে।

কর্মবন্ধুতে বেতনবৃদ্ধি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2024,
  • अपडेटेड 7:57 AM IST

বছর শেষের আগে 'কর্মবন্ধু' অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার  রাজ্য় সরকার তাদের জন্য মাসিক ভাতা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার ঘোষণা করেছে। রাজ্য সরকারের অধীনে ‘পশ্চিমবঙ্গ কর্মবন্ধু’-র সঙ্গে যুক্ত কর্মীরা অস্থায়ী ভিত্তিতে কাজ করেন প্রধানত সহকারী হিসেবে। বিশেষ করে সরকারি অফিসগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা বা নৈশ প্রহরী হিসেবে কর্মবন্ধুদের নিযুক্ত করা হয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে,  'কর্মবন্ধু'-দের কথা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দফতর। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসে ৩,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করে এবার থেকে মাসে ৫,০০০ টাকা করে বেতন পাবেন তাঁরা। গত ১ সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ প্রতিফলিত হবে বলে, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেতন বৃদ্ধির পর রাজ্য সরকারের সিদ্ধআন্তকে ধন্যবাদ জানিয়েছে তৃণমূলের কর্মচারী সংগঠন।

কর্মবন্ধুদের পারিশ্রমিক সংশোধনের নিয়ে কিছুদিন ধরে সরকারের সক্রিয় বিবেচনাধীন ছিল। এখন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পার্টটাইম কর্মবন্ধুদের যে পারিশ্রমিক দেওয়া হয় তা প্রতি মাসে ৫ হাজার টাকা করা হবে। অন্য কোনও ভাতা তাদের জন্য গ্রহণযোগ্য হবে না। এই নির্দেশ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “সরকার দুর্গা পুজোর আগে তাদের কর্মবন্ধুদের ভাতা বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু বিভিন্ন কারণে তা করা যায়নি। এখন, সরকার তাদের ১ সেপ্টেম্বর থেকে পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা করেছে।" দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর দাবি উঠছিল। অবশেষে সরকারের এই ঘোষণা কর্মচারীদের মুখে হাসি ফুটল।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement