Advertisement

অবশেষে জানা গেল ভারতে কবে ফিরছে Yezdi Bikes, কড়া টক্কর দিতে পারে Royal Enfield-কে

Jawa Motorcycle-এর পর এবার সেই সময়ের আরও এক আইকনিক ব্র্যান্ড Yezdi Bikes-কেও পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে Classic Legends। এবার সংস্থা ভারতীয় বাজারে Yezdi-র প্রথম প্রোডাক্ট Yezdi Roadking ADV খুব তাড়াতাড়িই লঞ্চ করতে পারে বলে জানা যাচ্ছে। অফিসিয়ালি আগামী ১৩ জানুয়ারি ২০২২ এই বাইকের প্রথম ঝলক দেখা যেতে পারে বলে খবর। 

ভারতে আসছে Yezdi Bikes
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Dec 2021,
  • अपडेटेड 10:42 AM IST
  • ভারতের বাজারে খুব তাড়াতাড়িই ফিরতে পারে ইয়েজদি
  • সামনের মাসেই প্রথম প্রোডাক্ট আনার চেষ্টা চালাচ্ছে সংস্থা
  • বাইকটি হতে পারে 334cc-র

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হাওয়া উঠেছে যে ভারতেও লঞ্চ হতে পারে Yezdi Bikes। এবার এই বিষয়ে আরও খবর পাওয়া গেল। জানা যাচ্ছে, আগামী মাসেই ভারতে নিজেদের প্রথম প্রোডাক্ট লঞ্চ করার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে সংস্থা। Jawa Motorcycle-এর পর এবার সেই সময়ের আরও এক আইকনিক ব্র্যান্ড Yezdi Bikes-কেও পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে Classic Legends। এবার সংস্থা ভারতীয় বাজারে Yezdi-র প্রথম প্রোডাক্ট Yezdi Roadking ADV খুব তাড়াতাড়িই লঞ্চ করতে পারে বলে জানা যাচ্ছে। অফিসিয়ালি আগামী ১৩ জানুয়ারি ২০২২ এই বাইকের প্রথম ঝলক দেখা যেতে পারে বলে খবর। 

প্রতিযোগিতার মুখে ফেলতে পারে Royal Enfield Himalayan-কে
ভারতে লিজর বাইক সেগমেন্টে বিশেষ গুরুত্বপূর্ণ হল রয়্যাল এনফিল্ড। আর সেই সেগমেন্টে Classic Legend-এর Jawa আগে থেকেই  Royal Enfield-কে প্রতিযোগিতার মুখে ফেলেছে। অন্যদিকে আবার অ্যাডভেঞ্চার স্পোর্টস সেগমেন্টেও জমি শক্ত রয়েছে Royal Enfield-এর। এক্ষেত্রে ভাল বাজার রয়েছে Royal Enfield Himalayan-এর। মনে করা হচ্ছে এই বাইকটিকেই কড়া টক্কর দিতে পারে Yezdi। 

পাশাপাশি আরও মনে করা হচ্ছে Jawa Perak-এর মতো Yezdi Roadking ADV-র ইঞ্জিনও 334cc-র হতে পারে। তাছাড়া এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে, দূর যাত্রার জন্য এই বাইকে ভাল সাসপেনশন ও স্প্লিটও সিট থাকতে পারে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement