Advertisement

ভাইরাল

কেউ ছুঁচ্ছিল না বৃদ্ধের দেহ, ২ কিলোমিটার কাঁধে বয়ে সৎকার করলেন এই লেডি সাব ইন্সপেক্টর

Aajtak Bangla
  • 02 Feb 2021,
  • Updated 4:28 PM IST
  • 1/5

অন্ধ্রপ্রদেশ পুলিশের এক মহিলা সাব ইন্সপেক্টরের কথা এখন সেই রাজ্যের আট থেকে আশি সকলের মুখে। আর হবে নাই বা কেন? যে মানবিকতা তিনি দেখিয়েছেন তা প্রশংসা পাওয়ারই যোগ্য।
 

  • 2/5

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় নিজের কাঁধে বয়ে নিয়ে গেলেন এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ।  ২ কিলোমিটার রাস্তা এভাবেই পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা।
 

  • 3/5

 শীতের কনকনে ঠান্ডায় শ্রীকাকুলামের রাস্তায় বস্ত্রহীন অবস্থায় মরে পড়ে ছিলেন এক বৃদ্ধ৷ খোঁজ নিয়ে দেখা যায় তাঁর দেখাশুনো করার মতো কেউ নেই৷ ঠিকমতো সৎকার যাতে হয় তাই এত বড় পদক্ষেপ নিলেন মহিলা সাব ইন্সপেক্টর শীর্ষা৷ যাতে অশীতিপর মৃত বৃদ্ধের দেহ সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শীর্ষা। 

  • 4/5

একজন পরিচয়হীন বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে রয়েছে দেখেও স্থানীয়রা কেউ এগিয়ে আসেননি সাহায্য করতে। যখন কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না তখন এই মহিলা পুলিশ কর্মী নিজের কাঁধে ওই বৃদ্ধের মৃতদেহ তুলে নেওয়ার ব্যবস্থা করেন। মহিলা পুলিশ কর্মীর এইভাবে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া দেখে কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ এরপর স্থানীয় একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থার সহযোগিতায় শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধের৷ 
 

  • 5/5

শ্রীকাকুলাম জেলা পুলিশ তাঁদের মহিলা সাব ইন্সপেক্টরের এই মহৎ কাজকে কুর্নিশ জানিয়েছে৷ তেলেঙ্গানা রাজ্য পুলিশ শীর্ষাকে ধন্যবাদজ্ঞাপন করে ট্যুইট করেছে ,‘স্যালুট ম্যাডাম, আপনি যে পেশা বেছেছেন, যে ইউনিফর্ম পরেন তাঁর জন্য গর্ব অনুভব করি৷ আপনার সার্ভিসের জন্য কৃতজ্ঞ৷’

Advertisement
Advertisement