Advertisement

ভাইরাল

Haunted Place : রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন?

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 18 Dec 2021,
  • Updated 7:10 PM IST
  • 1/12

Haunted Place: এই পুরনো ইমারত থেকে আজও ভেসে আসে ঘুঙুরের শব্দ। ধুপধুনোর গন্ধ পান এলাকাবাসী। আর গরমকালে আম-কাঠালের সুবাস। এই বাড়িকে ঘিরে হাজারও কাহিনি ছড়িয়ে। স্থানীয়রা জানাচ্ছেন, নেই নেই করে আড়াইশো বছরের পুরনো এই বাড়ি। বিভিন্ন সময়ে বাড়ির বিভিন্ন অংশ তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ছাঁট মাল বেচে ২০০ কোটি টাকা ঘরে তুলল পূর্ব রেল, বৃদ্ধি ৮০ শতাংশ

  • 2/12

শান্তিপুর শহর অন্তর্গত বাগআঁচড়া গ্রামের বসু পরিবারের কথা অনেকের কাছেই অজ্ঞাত। আজ সে ঐতিহাসিক বাড়িটির দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে। জানালা ও দরজায় লতানো গুল্মে ভরে গিয়েছে।

আরও পড়ুন: সিঁথির মোড়ে 'বুর্জ খলিফা' ৫০ টাকায়! শেষ হওয়ার আগে কিনে ফেলুন

  • 3/12

সেই বাড়িটিতেই বসবাস ছিল বেলুড় মঠের নবম প্রেসিডেন্টের। যিনি সবার কাছে মাধবনান্দ মহারাজ নামে সুপরিচিত ছিলেন। অন্যদিকে তাঁর ভাই ছিলেন শ্রীদয়ানন্দ মহারাজ।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব, তিনজনে মিলে সংসার করছেন জমিয়ে

  • 4/12

জানা গিয়েছে, বাংলায় যখন বারো ভূঁইয়াদের রাজত্ব চলছিল, ঠিক সেই সময়ে এই ভবনটি তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন: লবঙ্গ-হলুদ এবং... শীতকালে শরীর চাঙ্গা রাখতে কিছু সহজ আয়ুর্বেদিক উপায়

  • 5/12

এই পরিবারের সদস্য অঞ্জন বসু সরকারি আধিকারিক। এই বাড়ির নির্মাতা হলেন বৈদ্যনাথ বসু। যার নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

আরও পড়ুন: কৃষক আন্দোলনের ধাত্রীভূমি, রেখায়-লেখায় ধরা বাঙালি শিল্পীর পেনসিলে

  • 6/12

অন্যদিকে, এই বাড়িতেই অবস্থিত বেলুড় মঠের একটি শাখা অর্থাৎ রামকৃষ্ণ মিশন।

  • 7/12

অঞ্জন বসু সরকারি আধিকারিক। এছাড়াও এই বাড়ির হেমচন্দ্র বসু ছিলেন মুঙ্গের কোর্টের বিচারপতি পদে আসীন ছিলেন। 

  • 8/12

এই বাড়িতে লোহার কৃষ্ণমূর্তি, প্রচুর পিতল কাঁসার বাসন , মূল্যবান খাট, বইপত্র সহ অনেক কিছুই চাপা পড়ে আছে বলে জানাচ্ছেন এলাকা বাসি কৈলাস বন্দ্যোপাধ্যায়।

  • 9/12

এছাড়া এলাকাবাসীর কাছ থেকে আরও জানা যাচ্ছে, মাঝে মধ্যেই নাকি রাতে ঘুঙুরের শব্দ পাওয়া যায়, ধূপধুনোর গন্ধ আসে।

  • 10/12

আর গরমকালে আসে আম-কাঁঠালের গন্ধ। তবে বাড়িটির একটি অংশ বেলুড় মঠের নিয়ন্ত্রণাধীন। সেখানে দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন প্রকার পার্বণ অনুষ্ঠিত হওয়ার কথা জানালেন এই বাড়ি থেকে শুরু করে এলাকাবাসী।

  • 11/12

একটা বড়, একটা মাঝারি একটা ছোট ঘর মিলিয়ে সেখানে রয়েছে একটি স্কুল।

  • 12/12

সেখানকার বাসিন্দা মনীষা দত্ত জানান, অনেকে বলেন, শুনেছি, আওয়াজ পাওয়া যায়। কৈলাস বন্দ্যোপাধ্য়ায় জানান, দেখাশোনার দায়িত্বে রয়েছেন অঞ্জনবাবু। সেখানে মা-শিশুদের নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠান হয়। তবে এখন কোভিডের কারণে সে-সব বন্ধ রয়েছে। বাড়ির নীচে ছিল পোস্ট অফিস। এখন সেটা পঞ্চায়েতে উঠে এসেছে। কারণ সেখানকার ভগ্ন দশা। 

Advertisement
Advertisement