হিমাচল প্রদেশের কুল্লুতে আচমকা রাস্তায় চলে আসে একটি চিতাবাঘ। সেটকে দেখতে ভিড় জমে যায়। রাস্তায় যানজটও হয়ে যায়। চিতাবাঘ রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকদের সঙ্গে খেলা শুরু করে এবং এমনকি তার সঙ্গে সকলে সেলফিও তুলতে শুরু করে।
বন দফতরের কর্তাদের দাবি, চিতাবাঘটি কারোর কোনও ক্ষতি করেনি। পর্যটকদের সঙ্গে খেলতে শুরু করে চিতাবাঘটি। এমনকি গাড়ির উপরেও উঠে পড়ে। অনেকে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। পরে তা ভাইরাল হয়ে যায়।
বন দফতরের দাবি, খুব পাশেই রয়েছে একটি জাতীয় উদ্যান। তুষারপাতের ফলে পশুরা শহরের দিকে চলে আসে। চিতাবাঘটি সেই কারণে চলে এসেছে বলে মনে করা হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে খুব মজার সঙ্গে চিতাবাঘটি সবার সঙ্গে ঘুরে বেরাচ্ছে। সেইসঙ্গে ছবিও তুলছে।
বেশ কিছুক্ষণ ওখানে থাকার পরে চিতাবাঘটি ফের জঙ্গলে চলে যায়। যদিও কারোর কোনও ক্ষতি করেনি প্রাণীটি।