Advertisement

দুর্ঘটনার কবলে UFO, মিলল এলিয়েনদের দেহ, দাবি রিপোর্টে

গোপন ওই নথিতে UFO দেখতে পাওয়া, প্রতি ঘণ্টায় সেটির ২৭ হাজার মাইল গতিবেগ এবং সেটির দুর্ঘটনায় পড়ার কথাও উল্লেখ করা হয়েছে। এই দাবিকে ঘিরে ফের একবার আলোচনার কেন্দ্রে ভিনগ্রহের প্রাণীরা।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Nov 2021,
  • अपडेटेड 6:49 PM IST
  • দুর্ঘটনায় ৩ এলিয়েনের মৃত্যু
  • দেহে ছিল ধাতব পোশাক
  • এফবিআই-এর গোপন নথিতে দাবি

আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই-এর গোপন নথিপত্রে ভিনগ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনদের আকাশযান (UFO) দেখতে পাওয়ার দাবি করা হয়েছে। গোপন ওই নথিতে UFO দেখতে পাওয়া, প্রতি ঘণ্টায় সেটির ২৭ হাজার মাইল গতিবেগ এবং সেটির দুর্ঘটনায় পড়ার কথাও উল্লেখ করা হয়েছে। এই দাবিকে ঘিরে ফের একবার আলোচনার কেন্দ্রে ভিনগ্রহের প্রাণীরা।

দ্য সান ইউকের তথ্য অনুযায়ী FBI-এর নথিতে আকাশে রহস্যময় বস্তু দেখা গিয়েছে বলে উল্লেখ রয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে, ১৯৪০ সাল থেকে UFO দেখতে পাওয়ার ঘটনা বেড়েছে। বিগত কয়েকবছরে এমন অনেক UFO দেখা গিয়েছে।

আর শুধু তাই নয়, অদ্ভূত সেই যানটিতে ২৭ হাজার মাইল প্রতি ঘণ্টা বেগে উড়তে দেখা গিয়েছে। সেই সময় একবার দুর্ঘটনাও হয়, যার জেরে কেউই জীবিত ছিল না। নথিতে দাবি করা হয়েছে সেই দুর্ঘটনার পর এলিয়েনদের ৩টি দেহ উদ্ধার হয়। 

রিপোর্টে দাবি করা হয়েছে. যে ৩টি দেহ মিলছিল সেগুলি মানুষের মতোই দেখতে ছিল। উচ্চতা ছিল ৩ ফুট। তাদের দেহে ছিল সূক্ষ্ম ধাতব পোশাক। 

প্রসঙ্গত, ওই গোপন নথিপত্র জুনে পেন্টাগনে একটি রিপোর্টের পর পাওয়া যায়। সেখানে আমেরিকা প্রথমবার স্বীকার করে যে, অদ্ভূত বস্তু দেখা গিয়েছিল, যেটিকে UFO হিসেবে মনে করা হয়। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement