Advertisement

Taslima Nasrin: '...দৌড় মসজিদ পর্যন্ত', ভারতের চন্দ্রযান সাফল্যে কটাক্ষ তসলিমার

ভারতের চন্দ্রাভিযান নিয়ে অনেকেই খোঁচা দিচ্ছে। বিশেষ করে পড়শি দেশ এবং পাশ্চাত্যের নাক উঁচু মনোভাবের সংস্থা ও ব্যক্তিবর্গের কাছে এই জয় হজম হচ্ছে না। সেই প্রসঙ্গেই তসলিমা লিখেছেন,'অনেকে বলবে, এত  দারিদ্র, এত লোক খেতে পায় না, এত লোকের বাড়িতে টয়লেট নেই, কী দরকার চাঁদে গিয়ে, এত টাকা খরচ করে? আমি বলব, বিজ্ঞানের অগ্রগতির দরকার সব সময়।'

তসলিমা নাসরিন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Aug 2023,
  • अपडेटेड 1:02 PM IST
  • ভারতের সফল চন্দ্রাভিযানে অভিনন্দন তসলিমার।
  • সেই সঙ্গে বিঁধলেন 'ধর্মান্ধ' পাকিস্তান ও বাংলাদেশকে।

বুধবার চাঁদের মাটিতে পা দিয়েছে ভারতের চন্দ্রযান। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সফল চন্দ্রাভিযান করতে পেরেছে এই দেশ। ভারতে যখন বিজ্ঞানের অগ্রগতি তরতরিয়ে হচ্ছে তখন পড়শি দেশগুলি ডুবে যাচ্ছে ধর্মে। এমনটাই মনে করেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। সেই সঙ্গে ভারতকে শুভেচ্ছাও জানিয়েছেন। তসলিমা লিখেছেন,'ভারত এখন চাঁদে। চন্দ্রযান-৩ আলতো ভাবে চাঁদের মাটিতে পা রাখল এই মাত্র। অভিনন্দন ভারত।'

ভারতের চন্দ্রাভিযান নিয়ে অনেকেই খোঁচা দিচ্ছে। বিশেষ করে পড়শি দেশ এবং পাশ্চাত্যের নাক উঁচু মনোভাবের সংস্থা ও ব্যক্তিবর্গের কাছে এই জয় হজম হচ্ছে না। সেই প্রসঙ্গেই তসলিমা লিখেছেন,'অনেকে বলবে, এত  দারিদ্র, এত লোক খেতে পায় না, এত লোকের বাড়িতে টয়লেট নেই, কী দরকার চাঁদে গিয়ে, এত টাকা খরচ করে? আমি বলব, বিজ্ঞানের অগ্রগতির দরকার সব সময়। একই সঙ্গে দারিদ্রও দূর করা দরকার, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতাও বাড়ানো দরকার। একটির উন্নতি করতে গেলে আর একটির উন্নতি স্থগিত রাখতে হয় না।'

পাকিস্তান ও বাংলাদেশে যেভাবে মৌলবাদি গতিবিধি বাড়ছে তা উদ্বেগজনক বলে মনে করেন বহু মানুষ। সেই একই মত ব্যক্ত হয়েছে তসলিমা নাসরিনের কথায়। ফেসবুকে তিনি লিখেছেন,'ভারতের এককালের অংশ বাংলাদেশ এবং পাকিস্তানের কি আগামী ১০০ বছরে চাঁদে পা রাখা সম্ভব? না। তারা ধর্মে ডুবে আছে,বিজ্ঞানকে দূরে সরিয়ে। কোরানই নাকি তাদের বিজ্ঞান। যতদিন কোরান তাদের বিজ্ঞান শেখাবে, ততদিন তাদের দৌড় মসজিদ পর্যন্ত, চাঁদ বা মঙ্গলগ্রহ পর্যন্ত নয়।' 

বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সফল ল্যান্ডিং করে ভারতের চন্দ্রযান। সেই সঙ্গে চতুর্থ দেশ হিসেবে সফল চন্দ্রাভিযান করল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পা রাখল তারা।  ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে দেশবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement