নিজের দেহের সমস্ত অংশ মোট ৩৩ লক্ষ টাকার ট্যাটু (Tattoo) বানালেন এক ব্যক্তি। এর ফলে তাঁর চাকরি পেতে সুবিধা হয় বলেও দাবি ওই ব্যক্তির। এই ব্যক্তির নাম করাক স্মিথ। ৪১ বছর বয়সী ওই ব্যক্তি ব্রিটেনের (Britain) শেফিল্ডের বাসিন্দা। তাঁর দাবি যে তিনি একবার তাঁর বডি আর্টের কারণে সপ্তাহে ৭টি চাকরির অফার পেয়েছিলেন। করাক ১৮ বছর বয়সে তাঁর প্রথম ট্যাটু করান। এখন তিনি দুই সন্তানের বাবা এবং তাঁর শরীরের ৯০ শতাংশেই ট্যাটু আঁকা। শুধু মাত্র গাল এবং নাক বাকি।
বর্তমানে, করাক স্থানীয় প্রশাসনের হয়ে এক সমাজকর্মী হিসেবে কাজ করেন। তিনি গ্যাং ও বন্দুকের সঙ্গে জড়িত শিশুদের সঠিক পথ দেখাতে সহায়তা করেন। এই বিষয়ে করাক জানাচ্ছেন, অনেকেই তাঁকে কার্যত চ্যালেঞ্জ করে বলেন যে, তিনি কখনওই চাকরি পাবেন না। কিন্তু তাঁর দাবি তিনি কখনওই বেকার থাকেননি।
করাক আরও বলেন, 'আমি ১৮ বছর বয়স থেকে কাজ করছি। একটা সময় এসেছিল যখন আমি এক সপ্তাহে ৬ থেকে ৭টি কাজের অফার পেতাম। কখনও কখনও আমার মনে হয় যে আমি কেবল আমার ট্যাটুর কারণেই চাকরি পেয়েছি। কারণ আমি দেখতে একজন সাধারণ সমাজকর্মীর থেকে আলাদা।' কারাক স্মিথ বলেন- 'অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেন আমি কী কাজ করি? কারণ তাঁরাও ট্যাটু করাতে চান, কিন্তু ভাবেন যে এর পরে হয়ত তাঁরা আর কোনও কাজ পাবেন না।'
ট্যাটুর কারণে তাঁর কাছে অনেক ধরনের কাজ রয়েছে। যেমন মডেলিং। তিনি জনপ্রিয় টিভি শো টপ বয়-এ প্রায়শই থাকেন। করাক বলেছেন যে, তিনি লাইভ কনভেনশনে বিনামূল্যে অনেক ট্যাটু করিয়েছেন। তবে তাঁর শরীরে বর্তমানে যে ট্যাটু আছে তা বানাতে ৩৩ লক্ষ টাকারও বেশি লাগবে।
আরও পড়ুন - কমে যায় স্পার্ম কাউন্ট, এই ৫ খাবার পুরুষদের এড়িয়ে যাওয়াই ভাল