Advertisement

Viral : গরুর বাট থেকে সরাসরি দুধ খাচ্ছে বিড়াল! Video দেখলে অবাক হবেন

IAS officer Awanish Sharan ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে এক বিড়ালের আজব কর্মকাণ্ড দেখা যাচ্ছে। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। 

সোশ্যাল মিডিয়ার ভিডিও থেকে স্ক্রিনশটসোশ্যাল মিডিয়ার ভিডিও থেকে স্ক্রিনশট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 May 2022,
  • अपडेटेड 12:18 AM IST
  • বিড়ালের আজব কাণ্ড
  • দেখলে চমকে যাবেন
  • ভিডিও দেখে অবাক ইউজাররা

বিড়াল দুধ খায়, এ তো সবাই জানেন, কিন্তু বিড়াল চেয়ে চেয়ে গরুর দুধ খায় এমনটা শুনেছেন কখনও? ভেবে অবাক হলেও, সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও, যেখানে একটি বিড়ালকে চেয়ে চেয়ে গরুর দুধ খেতে দেখা যাচ্ছে। 

IAS officer Awanish Sharan ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে এক বিড়ালের আজব কর্মকাণ্ড দেখা যাচ্ছে। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। 

ভিডিওতে (Video) দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি গরুর থেকে দুধ দুইছেন। আর একটি বিড়াল তাঁর পাশে দুই পা তুলে দাঁড়িয়ে আছে। আর ওই ব্যক্তিকে একটি পা দিয়ে ইশারা করে বারেবারে ডাকার চেষ্টা করছে। 

আরও পড়ুন

ওই ব্যক্তি ইশারায় সাড়া দিয়ে গরুর বাট থেকে থেকে সরাসরি বিড়ালটির মুখে দুধ ফেলছেন, আর বিড়ালটিও তা পান করছে। ভিডিওটি ভাইরাল (Viral) হওয়ার পর বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজেনরা। 

 

Read more!
Advertisement
Advertisement