Advertisement

Delhi Metro Viral Video: এবার স্কার্ট পরে দিল্লি মেট্রোয় দুই যুবক, ভাইরাল Video

দিল্লি মেট্রোয় এখন 'রিল প্রজাতি'র বাড়বাড়ন্ত। কয়েক সেকেন্ডের ভিডিও ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে। মহিলাদের মারামারিই হোক বা মাতাল যাত্রীদের অদ্ভুত কর্মকাণ্ড- সবই নিমেষে ভাইরাল।

স্কার্ট পরে দিল্লি মেট্রোয়।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 4:03 PM IST
  • দিল্লি মেট্রোয় এখন 'রিল প্রজাতি'র বাড়বাড়ন্ত। কয়েক সেকেন্ডের ভিডিও ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে।
  • মহিলাদের মারামারিই হোক বা মাতাল যাত্রীদের অদ্ভুত কর্মকাণ্ড- সবই নিমেষে ভাইরাল।

অতিসম্প্রতি দিল্লি মেট্রোয় স্বল্প পোশাকের এক তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওর পর শুরু হয় সমালোচনা। প্রকাশ্যে এই ধরনের পোশাক পরা যায় কিনা, তা নিয়ে বিতর্কও হয়েছে নেট মাধ্যমে। তার পর মেট্রোয় 'মার্জিত পোশাকের' কথা মনে করিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। সেই ঘটনার পর আরও একবার যাত্রীদের পোশাক নিয়ে আলোচনার কেন্দ্রে দিল্লি মেট্রো। এবার দুই স্কার্ট পরিহিত যুবক ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
 
দিল্লি মেট্রোয় এখন 'রিল প্রজাতি'র বাড়বাড়ন্ত। কয়েক সেকেন্ডের ভিডিও ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে। মহিলাদের মারামারিই হোক বা মাতাল যাত্রীদের অদ্ভুত কর্মকাণ্ড- সবই নিমেষে ভাইরাল। এবার মেট্রোয় স্কার্ট পরে উঠলেন দুই যুবক। তাঁদের দেখে অনেকেই বাঁকা চোখে তাকিয়েছেন। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, স্কার্ট পরা দুই ছেলে দিল্লি মেট্রো স্টেশনে প্রবেশ করছেন। তাঁরা দুজনেই মেট্রোয় সওয়ার হন। নিজেদের ক্যামেরায় মানুষের প্রতিক্রিয়া রেকর্ড করেন। স্কার্ট পরে দিল্লি মেট্রোয় যুবকদের ঘোরাঘুরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা প্রতিক্রিয়াও দিয়েছেন। 

শুধু তাই নয়, অনেক ব্যবহারকারী ভিডিওয় মন্তব্যও করছেন। কেউ লিখেছেন,এটা স্কার্ট নয়,বরং ডেনিম লুঙ্গি। কারও মন্তব্য, মেট্রোয় কী সব হচ্ছে! এক ব্যবহারকারী লিখেছেন, ভদ্রস্থ পোশাক পরা উচিত। আর এক ব্যবহারকারী লিখেছেন, লুঙ্গিরও একই কাজ। তাহলে ছেলেরা স্কার্ট পরতে গেল কেন? কারও মতে, এটাই নতুন ট্রেন্ড। যা পরে স্বাচ্ছন্দ্যবোধ করব সেটা পরব না কেন! এক ব্যবহারকারীর কটাক্ষ, বলিউড অভিনেতাদের নকল করার চেষ্টা করছে সবাই। 

স্কার্ট পরা নিয়ে মন্তব্য।

আরও পড়ুন- এবার পান্তাভাত নিয়ে হাজির Viral নন্দিনী, মেনুতে কী-দাম কত ?

১৬ এপ্রিল এই ভিডিওটি জনৈক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন। এখনও পর্যন্ত ২ লাখের বেশি ভিউ হয়ে গিয়েছে। ভিডিওয় ডেনিম স্কার্ট পরে দুই যুবককে নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement