Advertisement

এবার থেকে সেলফি তুলতে ১৪ হাজার টাকা নেবেন এই অভিনেত্রী, তাজ্জব ফ্যানরা

ওই অভিনেত্রীর নাম এমিলিয়া ক্লার্ক (Emilia Clarke)। এমিলিয়ার যে সমস্ত ভক্তরা এবার তাঁর সঙ্গে দেখা করে কথা বলতে চান, তাঁদের গুনতে হবে ৩৮ হাজার টাকা। আর যাঁরা শুধু ছবি তুলতে চান তাঁদের দিতে হবে ১৪ হাজার টাকা। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Aug 2022,
  • अपडेटेड 8:27 PM IST
  • সেলফির জন্য দিতে হবে টাকা
  • মূল্য নেহাত কম নয়
  • জানিয়ে দিলেন অভিনেত্রী

এবার আর ফ্রি-তে সেলফি নয়, বরং সেলফি থেকে কথা বলা, এই সবকিছুর জন্যই নেবেন টাকা, এমনটাই জানিয়ে দিলেন এক অভিনেত্রী। এর জন্য ১৪ থেকে ৩৮ হাজার টাকা পর্যন্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। 

ওই অভিনেত্রীর নাম এমিলিয়া ক্লার্ক (Emilia Clarke)। এমিলিয়ার যে সমস্ত ভক্তরা এবার তাঁর সঙ্গে দেখা করে কথা বলতে চান, তাঁদের গুনতে হবে ৩৮ হাজার টাকা। আর যাঁরা শুধু ছবি তুলতে চান তাঁদের দিতে হবে ১৪ হাজার টাকা। 

‘meet and greet’ ট্রেন্ডে সামিল হওয়া সাম্প্রতিকতম তারকা হলেন এমিলিয়া ক্লার্ক। গত মাসে, ডেইলি মেইল ​​জানায়, জেন্টলম্যান জ্যাক স্টার্স সুরান জোন্স এবং সোফি রুন্ডল বার্মিংহাম ফ্যান কনফারেন্সের সময় তাঁদের সঙ্গে সেলফি তোলার জন্য প্রায় ৯ হাজার টাকা চার্জ করবেন৷ 

আরও পড়ুন

Emilia Clarke (Photo Source : AFP)

এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল ২০১৭ সালের এক কনভেনশনের সময়, শার্লক স্টার বেনেডিক্ট কাম্বারব্যাচ ভক্তদের সঙ্গে ৩ হাজারটি ফটো তুলে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা রোজগার করেছিলেন। 

আরও একটি রিপোর্ট অনুসারে, এমিলিয়া ক্লার্ক গত ২ বছরে প্রায় ৭২ কোটি টাকা আয় করেছেন। এরমধ্যে ২০২১ সালে ৩৭ কোটি টাকা এবং ২০২০ সালে প্রায় ৩৪ কোটি টাকা আয় করেছেন তিনি।

 

Read more!
Advertisement
Advertisement