একের পর এক ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। বুধবারই রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল। এর মধ্যেই হাওড়া-বর্ধমান কর্ড শাখায় একই লাইনে বন্দে ভারত এক্সপ্রেস এবং লোকাল ট্রেন? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। সত্যিই কি এমন কাণ্ড ঘটেছিল? আসল কারণ জানাল পূর্ব রেল।
ভিডিয়োতে দেখা গিয়েছে, একই লাইনে বন্দে ভারত এবং লোকাল ট্রেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে রেল। পূর্ব রেলের তরফে ফেসবুকে জানানো হয়েছে, এটা বিভ্রান্তিকর ভিডিয়ো। কোনও গাফিলতি হয়নি।
রেলের তরফে জানানো হয়েছে, ভিডিয়োটি বিভ্রান্তিকর। ৩৬০৭১ হাওড়া-গুড়াপ লোকাল চেরাগ্রাম স্টেশন পেরিয়ে দাঁড়িয়েছিল সকাল ৬টা ২০ মিনিট নাগাদ। সিগন্যাল মেনেই নির্দিষ্ট গতিতে এগোচ্ছিল বন্দে ভারত। এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয় বলে রেলের তরফে জানানো হয়েছে। মানুষকে বিভ্রান্ত করতে এমন ভিডিয়ো প্রকাশ করা হয়েছে বলে সরব হয়েছে রেল।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা গিয়েছিল, ওড়িশার লিঙ্গরাজ স্টেশনে একই লাইনে চারটি ট্রেন চলে আসে। যা দেখে আঁতকে ওঠেন সবাই। ভিডিওতে দেখা যায়, যে একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং তার পিছনে ধীরে-ধীরে তিনটি ট্রেন চলে এল। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।
অন্য দিকে, সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। গত ১৭ জুন লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনায় মালগাড়ির চালক সহ ৯ জনের মৃত্যু হয়। ৩০ জনেরও বেশি আহত হন বলে জানা গিয়েছিল। গত মঙ্গলবার ভোর পৌঁনে ৪টে নাগাদ লাইনচ্যুত হয় হাওড়া-মুম্বই মেল। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ভয়াবহ দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে দক্ষিণ-পূর্ব রেল। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। বার বার ট্রেন দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।