Advertisement

England : ডেলিভারি রুমে প্রেগন্যান্ট মহিলাকে সাহায্য করল কুকুর, সেই ছবি ভাইরাল

England: ওই মহিলার একটি পোষা কুকুর রয়েছে। সেটির নাম ফ্লাম্প। সে ওই মহিলার সঙ্গে গত দু'বছর ধরে রয়েছে।

ডেলিভারি রুমে ছিল পোষ্য কুকুর। ছবি সৌজন্য: চার্লট বিয়ার্ডডেলিভারি রুমে ছিল পোষ্য কুকুর। ছবি সৌজন্য: চার্লট বিয়ার্ড
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 27 Dec 2021,
  • अपडेटेड 1:14 AM IST
  • মনিবের জন্য কুকুর নিজের জীবনও দিয়ে দিতে পারে
  • তবে ব্রিটেনের এক কুকুর যেন নয়া নজির তৈরি করল
  • সে 'মেডিক্যাল সহায়ক' হিসেবে কাজ করছিল

কুকুরকে প্রভুভক্ত বলা হয়। এ কথা আমরা সবাই জানি। মনিবের জন্য সে নিজের জীবনও দিয়ে দিতে পারে। তবে ব্রিটেনের এক কুকুর যেন নয়া নজির তৈরি করল। সকলে তার প্রশংসায় পঞ্চমুখ।

যেন মেডিক্য়াল সহায়ক
সেখানে এক প্রেগন্যান্ট মহিলা ডেলিভারি করেন। আর সে সময় সেখানে হাজির ছিল একটি কুকুর। সে সময় মানে অপারেশনের সময়। সে 'মেডিক্যাল সহায়ক' হিসেবে কাজ করছিল। সারাক্ষণ সে ছিল সেখানে। 

আরও পড়ুন

এখানেই শেষ নয়। সন্তানের জন্মের পর যতক্ষণ না মহিলার সব পরীক্ষানিরীক্ষা শেষ হয়, ততক্ষণ সে সেখানে ছিল। 

বেশ সমস্যায় ছিলেন
জানা গিয়েছে, ওই মহিলার নাম চার্লট বিয়ার্ড। তাঁর বয়স ২৪ বছর। তিনি ডোরসেটের বাসিন্দা। তিনি কিছুদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন। তারপর তিনি চোট পেয়েছিলেন। ফলে সমস্যা আরও বাড়ে।

কারণ তখন তিনি স্ট্রেস ডিজঅর্ডারের সমস্য়ায় পড়েন। মিরর-এর একটা রিপোর্ট বলছে, এর আগে তাঁর তিনবার গর্ভপাত হয়েছিল। ফলে এ বার তাঁর শারীরিক অবস্থা নিয়ে বেজায় চিন্তিত ছিলেন চিকিৎসকরা।

পোষ্য-সঙ্গী
তাঁর একটি পোষা কুকুর রয়েছে। সেটির নাম ফ্লাম্প। সে ওই মহিলার সঙ্গে গত দু'বছর ধরে রয়েছে। সেটিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যাতে ওই মহিলা অসুস্থ হয়ে পড়ছেন, তা আগাম বুঝতে পারে সে। 

যখন ওই মহিলার ডেলিভারি হয় এবং তিনি লেবার পেন সহ্য করছিলেন, সে সময় ওই কুকুরটি ছিল তাঁর সঙ্গে। টানা ৫০ ঘণ্টা সে সেখানে ছিল। তিনি ৪ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম এলফি।

যখন এলফির জন্ম হয়, তখন সে সেখানে ছিল। সে ঠাঁয় মহিলার কাছে ছিল। ওই মহিলার বয়ফ্রেন্ড রয়েছে। যার নাম অ্যাশ। তিনি ওই কুকুরটিকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। 

সব কিছু ওই ফ্লাম্প
চার্লোট দ্য টাইমস-এর সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, ফ্লাম্প আর এলফি যেন দু'ভাই। তিনি আরও জানান, ফ্লাম্প তাঁর সব কিছু। সত্যি কথা বলতে তাঁকে এগিয়ে নিয়ে যেতে ও অনেক কাজ করেছে। তাঁকে এগিয়ে নিয়ে যেতে প্রচুর সাহায্য় করেছে। 

এখন তিনি এমন একটা হাসপাতাল খুঁজছেন, যেখানে কুকুর নিয়ে যাওয়া যেতে পারে। তিনি বলেন, "আপনি হাসপাতালে নিজের সহায়ক কুকুরকে নিয়ে যেতে পারেন। এটা তাদের অধিকার।"

 

Read more!
Advertisement
Advertisement