Advertisement

ফ্যান্টা দিয়ে তৈরি ম্যাগি! কেমন খেতে? Video Viral

ফুড ব্লগার অমর সিরোহি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে রাস্তার ধারের এক খাবার বিক্রেতাকে ফ্যান্টা ম্যাগি (Fanta Maggi) বিক্রি করতে দেখা যাচ্ছে। কিন্তু কেন তিনি এমন অদ্ভুত এক খাবার তৈরি শুরু করলেন জানেন?

ফ্যান্টা ম্যাগি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Nov 2021,
  • अपडेटेड 1:27 PM IST
  • গাজিয়াবাদে তৈরি হচ্ছে ফ্যান্টা ম্যাগি
  • দিন দিন বাড়ছে চাহিদা
  • ভিডিও দেখে অবাক ইউজাররা

গোলাপজামুনের মধ্যে ওল্ডমঙ্ক রাম বা বড়া পাও ইডলি, বিগত কয়েক মাসে এমন অনেক বিচিত্র খাবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার আরও এক অদ্ভুত খাবার ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। গাজিয়াবাদের (Ghaziabad) রাস্তার ধারে ফ্যান্টা ম্যাগি বিক্রি করতে দেখা গেল এক ব্যক্তিকে। 

ফুড ব্লগার অমর সিরোহি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে রাস্তার ধারের এক খাবার বিক্রেতাকে ফ্যান্টা ম্যাগি (Fanta Maggi) বিক্রি করতে দেখা যাচ্ছে। কিন্তু কেন তিনি এমন অদ্ভুত এক খাবার তৈরি শুরু করলেন জানেন?

ওই বিক্রেতা জানাচ্ছেন, একদিন এক ক্রেতা এসে তাঁকে ফ্যান্টা আনতে বলেন। তিনি ফ্যান্টা আনার পর সেটি দিয়েই ওই ক্রেতাকে ম্যাগি বানিয়ে দেন। তারপর থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয় ফ্যান্টা ম্যাগি। ফ্যান্টা ম্যাগি তৈরির জন্য প্রথমে আগুনের ওপর রাখা পাত্রে ঘি নিলেন ওই ব্যক্তি। তারপর তাতে লঙ্কা পেঁয়াজ সহ কিছু সবজি দিলেন। এরপর তাতে দেওয়া হল ফ্যান্টা। সেটি কিছুটা গরম হওয়ার পর তারমধ্যে দেওয়া হল ম্যাগি। তারপর আরও কিছু মশলা দেওয়া হয়। অবশেষে ফ্যান্টা ম্যাগি পাত্রে ঢেলে তাতে লেবু ও চাটমশালা দিয়ে পরিবেশন করা হল। 

এক প্লেট ম্যাগি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ফ্যান্টার দাম আলাদা। বিগত প্রায় ৫-৬ মাস ধরে এই ম্যাগি তিনি বিক্রি করছেন বলে জানান ওই বিক্রেতা। ভিডিওটি ভাইরাল হওয়ার বিভিন্ন কমেন্টে ভরিয়ে দিয়েছেন ইউজাররা। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement