Advertisement

বিক্রি হচ্ছিল 'I Love You' লেখা শাড়ি, শুরু তুমুল বিক্ষোভ-অশান্তি

আই লাভ ইউ লেখা শাড়ি বিক্রির বিরোধিতা করার পরেই স্থানীয়দের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই এই সিদ্ধান্ত হয় যে ভবিষ্যতে এমন ধরনের শাড়ি আর বিক্রি করা হবে না। 

I Love You লেখা শাড়ির বিরোধিতাI Love You লেখা শাড়ির বিরোধিতা
Aajtak Bangla
  • রাজস্থান,
  • 26 Jan 2022,
  • अपडेटेड 10:48 AM IST
  • আই লাভ ইউ লেখা শাড়ির বিরোধিতা
  • রাজস্থানের করৌলি জেলায় অশান্তি
  • বিক্রি বন্ধের প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

আই লাভ ইউ (I Love You) লেখা শাড়ির প্রতিবাদে পথে নামলেন রাজস্থানের করৌলি জেলার (Rajasthan Karauli) মীনা সমাজের মানুষজন। গোটা এলাকায় এই নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রতিবাদকারীদের অভিযোগ, মুনাফার করতে গিয়ে ব্যবসায়ীরা স্থানীয় সংস্কৃতির দিকে নজরই দেননি। তাঁদের আরও অভিযোগ, একদিকে যখন কেন্দ্রীয় সরকার মহিলাদের সুরক্ষার জন্য একের পর এক পদক্ষেপ করছে, ঠিক সেই সময় ব্যবসায়ীরা এই ধরনের শাড়ি বিক্রি করছেন। এটা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। 

ক্ষমা চাইলেন ব্যবসায়ীরা
এই বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন যে, এই ধরনের শাড়ি আর বিক্রি করা হবে না এবং ভবিষ্যতেও এমন ভুল আর হবে না। ঘটনায় খোলাখুলি ক্ষমা চেয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। 

আই লাভ ইউ লেখা শাড়ি বিক্রির বিরোধিতা করার পরেই স্থানীয়দের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই এই সিদ্ধান্ত হয় যে ভবিষ্যতে এমন ধরনের শাড়ি আর বিক্রি করা হবে না। 

আরও পড়ুন

স্থানীয়রা মনে করেন এই ধরনে পোশাকে যুবসমাজের ওপরে খারাপ প্রভাব পড়বে, আর সেই কারণেই এমন শাড়ির বিরোধিতা করেছেন তাঁরা। 

 

Read more!
Advertisement
Advertisement