Advertisement

১২ লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে 'কুকুর' হলেন এই ব্যক্তি, দেখুন Video

ব্যক্তির নাম টোকো-সান। তিনি জাপানের বাসিন্দা। কলি  (Collie) প্রজাতির কুকুরের পোশাক ডিজাইন করার জন্য তিনি Zeppet নামে একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন। পোশাকটি তৈরি করতে ৪০ দিন সময় নিয়েছে সংস্থাটি। 

কুকুরের পোশাক পরে টোকো সান
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 May 2022,
  • अपडेटेड 9:00 PM IST
  • কুকুরের পোশাক বানালেন ব্যক্তি
  • পরে ছবি ভিডিও শেয়ার করলেন ইউটিউবে
  • দেখে অবাক নেটিজেনরা

১২ লক্ষ টাকা খরচ করে এক ব্যক্তি এমন একটি পোশাক বানালেন যে সেটি পরলে তাঁকেও দেখতে চারপায়ের প্রাণির মতো লাগে। এই প্রেক্ষিতে ওই ব্যক্তি জানান যে, তাঁর জীবনের উদ্দেশ্য পূরণ হয়েছে।

ব্যক্তির নাম টোকো-সান। তিনি জাপানের বাসিন্দা। কলি  (Collie) প্রজাতির কুকুরের পোশাক ডিজাইন করার জন্য তিনি Zeppet নামে একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন। পোশাকটি তৈরি করতে ৪০ দিন সময় নিয়েছে সংস্থাটি। 

পোশাক পরে নিজের ছবি পোস্ট করে, টোকো-সান বলেন, "আমি কলি এই জন্যই তৈরি করিয়েছি, কারণ এটি পরলে একেবারে বাস্তবের মতো দেখায়। আমি ভেবেছিলাম আমার আকারের সমান বড় প্রাণীই ঠিক হবে। এটি একটি রিয়েলিস্টিক মডেল হবে। তাই আমি সিদ্ধান্ত নিই যে কুকুরই সঠিক হবে।"

টোকো-সান কলির পোশাক পরে ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে কুকুরের মতো নড়াচড়া করতে দেখা যাচ্ছে। ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটির ভিউজ ৫.৬ লক্ষেরও বেশি। প্রায় দেড় হাজার মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। ভিউয়াররা বিভিন্ন কমেন্টও করেছেন। অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে এটি কেবলই একটি পোশাক।

এই বিষয়ে Zeppet-এর এক মুখপাত্র বলেন, এই মডেলটি কলি কুকুরের উপর ভিত্তি করে তৈরি। এটি দেখে মনে হয় যেন একটি আসল কুকুর চার পায়ে হাঁটছে।

আরও পড়ুন৬৩ বছরের মহিলার ফিটনেস দেখলে চোখ কপালে উঠে যাবে, ছবি Viral

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement