সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক লেসবিয়ান কাপলের ছবি। তাঁদের নাম ফাতিমা নুরা এবং আদিলা নাসরিন। সম্প্রতি একটি ওয়েডিং ফটোশ্যুট করিয়েছেন তাঁরা। সেখানে তাঁদের লেহঙ্গা পরে মালাবদল করতে দেখা যাচ্ছে।
ফাতিমা ও আদিলার কাহিনি অবাক করার মতো। বহু কাঠখড় পুড়িয়ে একে অপরে ভালবাসা পেয়েছেন তাঁরা। এমনকী তাঁদের আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হয়। এই দম্পতি আদতে কেরলের বাসিন্দা। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময়ই ফাতিমার জন্য পাগল হয়ে উঠেছিল আদিলা। তাঁরা তখন সৌদি আরবে পড়াশোনা করতো। এরপর তাঁরা ভারতে ফিরে আসেন। এখানে উচ্চশিক্ষা করেন তাঁরা।
তবে কোভিডের কারণে ফাতিমাকে ফের সৌদিতে নিয়ে যান তাঁর বাবা মা। আর তখনই তাঁরা ফাতিমার প্রেমের বিষয়ে জানতে পারেন। দুই পরিবারই এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। এমনকী ফাতিমা ও আদিলার ওপরে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ। পাশাপাশি তাঁদের বিয়ের জন্য পাত্র খোঁজাও শুরু হয়।
তবে এত অত্যাচারের পরেও মনোবল ভাঙেনি ফাতিমা ও আদিলার। তাঁরা সিদ্ধান্ত নেন, পড়াশোনা শেষের পর একসঙ্গেই থাকবেন। দুজনেই চেন্নাইতে চাকরি পান। তবে পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। এরপর গত ১৯ মে তাঁরা বাড়ি থেকে পালান এবং LGBTQIA+ ওয়েলফেয়ার সেন্টারে গিয়ে আশ্রয় নেন। সেখানে পৌঁছান তাঁদের পরিবারের সদস্যরা। অনেক হৈ হট্টগোলের পর সেখান থেকে তাঁদের নিয়ে যান।
এরপর কেরল হাইকোর্টের দ্বারস্থ হন আদিলা। হাইকোর্ট তাঁদের একসঙ্গে থাকার নির্দেশ দেয়। তারপর থেকে একসঙ্গেই রয়েছেন তাঁরা। বর্তমানে তাঁরা চেন্নাইতে থাকেন ও সেখানে একটি আইটি সংস্থায় চাকরি করেন। সম্প্রতি তাঁরা একটি ফটোশ্যুট করিয়েছেন। সেটি খুব ভাইরালও হয়েছে এবং মানুষ তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। এক সাক্ষাৎকারে আদিলা ও ফাতিমা জানিয়েছেন, এখনও তাঁদের বিয়ে হয়নি। তবে ঠিক সময়ে তাঁরা বিয়ে করবেন।
আরও পড়ুন - ডিএলএড-এর প্রশ্ন ফাঁসের অভিযোগ; কী বললেন পর্ষদ সভাপতি?